Sunday, January 3, 2021

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক সবচেয়ে জনপ্রিয় ৪টি গেমস (Bangladesh Liberation War most popular games)

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক সবচেয়ে জনপ্রিয় ৪টি গেমস


আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ !!!আশা করি সবাই ভালো আছেন।

আজকে আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে হাজির হলাম । আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক সবচেয়ে জনপ্রিয় ৪টি গেমস  সম্পর্কে বলবো । যে গেমসগুলো খেললে খুব মজা পাবেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবেন ।

১  Heroes Of 71 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক সবচেয়ে জনপ্রিয়  গেমস  Heroes Of 71 । এই গেমসটি তৈরি করেছেন Mindfisher Games Inc । দেশকে শত্রুমুক্ত করার সাধ ‘হিরোজ অব ৭১’ খেলে একটু হলেও মেটানো যাবে! এই গেমে আপনি নিজেই হতে পারেন একাত্তরের একজন নায়ক। ১৯৭১ সালে ১৫ সেপ্টেম্বর। মধুমতী নদীর কোল ঘেঁষে বরিশালের প্রত্যন্ত গ্রাম শনিরচর। শামসু, বদি, তাপস, সজল, কবির—পাঁচজনের দলটির অভিযান এই গ্রামেই। সেখানে পাকিস্তানিরা ক্যাম্প করে আস্তানা গড়েছে, তাদের কাছ থেকে স্কুলঘরের ক্যাম্পটা দখল করতে হবে। দলের নেতা শামসু, তার নামেই এই খুদে গেরিলা দলের নাম ‘শামসু বাহিনী’। এক রাতে গেরিলা দল অতর্কিতে হামলা করে ক্যাম্পে। মেশিনগান আর গ্রেনেডের মুখে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পালিয়ে যায়। কিন্তু শামসুরা জানে, একটু পরে শত্রুরা আরও দলে ভারী হয়ে ফিরে আসবে। পাঁচজন মিলে খুব বেশিক্ষণ ক্যাম্পের দখল রাখতে পারবে না। আরও বড় দলের সাহায্য তাদের লাগবেই। ঠিক হয়, বদি যাবে কাছে মুক্তিযোদ্ধাদের আরেকটি দলকে নিয়ে আসতে। আর ততক্ষণ পর্যন্ত শামসু, সজল আর তাপস আটকে রাখবে পাকিস্তানি বাহিনীকে। হিরোজ অব ৭১ গেমের শুরু এখান থেকেই। মুক্তিযোদ্ধার ভূমিকায় থাকবেন আপনি।

  
২ Mukti Camp
Mukti Camp বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক ২য় সবচেয়ে জনপ্রিয়  গেমস । এই গেমসটি তৈরি করেছেন Mindfisher Games Inc । এই গেমের মাধ্যমে আপনি দেখতে পাবেন একটি সুন্দর বাংলাদেশী পল্লী । এই পল্লীতে সব  মুক্তিযুদ্ধারা আবস্থান করবে । এই গেমের ধরণ হল স্ট্র‍্যাটিজিক ।



৩. War 71 : The First Defence
যুদ্ধ 71১: প্রথম প্রতিরক্ষা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রথম উন্মুক্ত বিশ্ব খেলা 1971 ১৯ Police১ সালের ২৫ শে মার্চ পাক আর্মি রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ প্রথম ছিল। রাজারবাগ পাক আর্মির প্রথম টার্গেট ছিল তাই সেখান থেকে প্রথম প্রতিরক্ষা শুরু হয়েছিল। যুদ্ধ 71 প্রথম ভিআর গেমস। যুদ্ধ 71 আপনাকে সেই সময়ের লাইভ অনুভূতি দেবে।


৪.Adommo Ekattor

একটি ছোট জাতি যখন তাদের জমি ছেড়ে দিয়ে তাদের দাস হওয়ার জন্য বৃহত শত্রু শক্তির দ্বারা হুমকির মুখোমুখি হয়, তখন কেউ এ ব্যাপারে রাজি হয় না এবং জনগণ ও জমিতে জঘন্য গণহত্যা সংঘটিত হয়। যখন একদল যুবক শত্রুর আক্রমণকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় এমনকি তাদের দেশের স্বাধীনতার স্বার্থে তাদের প্রাণ দিতে হয়। এরপরে তাদের বেশিরভাগ শত্রুর হাতে ধরা পড়ে। কেবল একজনকে বন্দী করা হয়নি এবং এখন তাঁর সহকর্মীদের উদ্ধার করা এবং তার দেশকে স্বাধীন করা তার কর্তব্য।







Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home