Tuesday, June 28, 2022

ঘরে বসেই তৈরি করুন শ্যাম্পু || Make shampoo at home

 ঘরে বসেই তৈরি করুন শ্যাম্পু

ঘরে বসেই তৈরি করুন শ্যাম্পু || Make shampoo at home


অন্যান পোষ্টঃ সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍

আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ড এর শ্যাম্পু ব্যবহার করে থাকি।অনেক সময় আশানুরূপ ফল পাইনা। তবে আপনি চাইলেই নিজে থেকে বাড়িতে শ্যাম্পু বানিয়ে নিতে পারেন। শুনতে কঠিন মনে হলেও আসলে তা না। কয়েকটি উপাদানের সমন্বয়ে আপনি ঘরে বসেই খুব সহজেই বানাতে পারবেন শ্যাম্পু। চলুন জেনে নেওয়া যাক আপনি ঘরে বসেই খুব সহজেই কিভাবে শ্যাম্পু বানাতে পারবেন।।

দেড় কাপ পানিতে ২টি টি ব্যাগ দিয়ে ১০ মিনিট ফুটাতে হবে।তারপর টি ব্যাগ তুলে এর ভেতর ডাভ সাবান এর কয়েকটি টুকরাে দিতে হবে।আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে যাতে সাবানটা গলে যায়।তারপর গ্লিসারিন | মিশিয়ে একটি বােতলে ভরে পরে প্রয়ােজন মত ব্যবহার করতে হবে। • হারবাল শ্যাম্পু বানাতে পারেন।এতে যা যা লাগবে- বেবি শ্যাম্পু ১৫০মিলি. , শুকন হার্ব ১  চামচ, পানি

৩০০ মিলি, পানিতে হাবগুলাে ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।তারপর বেবি শ্যাম্পু মিশিয়ে হেঁকে নিতে হবে। তৈরি হয়ে গেল হারবাল শ্যাম্পু। পানি ১ কাপলিকুইড সাবান ১ কাপ,এসেনসিয়াল অয়েল আধা চা চামচ এক সাথে মিশিয়ে শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যায়। | নারকেলের দুধ ১ কাপলিকুইড সাবান ৪ টেবিল চামচ, ভিটামিন-ই অয়েল আধা চা চামচ, এসেনসিয়াল

 ঘরে বসেই তৈরি করুন শ্যাম্পু

অয়েল ১ চা চামচ,অলিভ অয়েল আধা চামচ (শুষ্ক চুলের জন্য) এক সাথে মিশিয়ে ২০ দিনের মধ্যে ব্যবহার করলে ভালাে ফলাফল পাওয়া যাবে। লেবু বা শশা যে শুধু ত্বকের জন্য উপকারী তা কিন্তু নয়। এই উপাদান ২টি চুলের যত্নেও অসাধারন।খােসা | ছাড়া একটি লেবু ও ১টি শশা ভালাে ভাবে পিষে নিন।তারপর প্রয়োজন মত ব্যবহার করুন। • এলােভেরা জেল লেবুর রস ও কয়েক টুকরা ডাভ সাবান দিয়ে চটপট বানিয়ে ফেলুন ঘরােয়া শ্যাম্পু।

এক চা চামচ বেকিং সােডার সাথে আপনার পছন্দ মত দুই তিন ফোঁটা এসেনসিয়াল অয়েল ও পরিমান মত পানি মিশিয়ে তৈরি করুন শ্যাম্পু। ডিম ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ অলিভ অয়েল ৩০ মিলি, ভালাে ভাবে মিশিয়ে গােসলের সময় শ্যাম্পুর বদলে ব্যবহার করুন।

রিঠা সারা রাত ভিজিয়ে রেখে এর পানিটা শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করুন। • মুলতানি মাটি ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ফুলে উঠলে তা ভালাে ভাবে মিশিয়ে শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন।


অন্যান পোষ্টঃ 5 Best free Movie Downloading website 2022

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home