আনলাইনে আয় করার জন্য জনপ্রিয় ৫ টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট (To 5 freelancing websites 2022)sqtipsbd
বর্তমানে সময়ে ইন্টারনেট শধু ছবি দেখা, ফেসবুকে বন্দুদের সাথে চ্যাটিং করা আর ইউটুইবে ভিডিও দেখার মধ্যে সীমাবদ্ধ নায় । এখন আমরা ইন্টারনেট থেকে আয় ও করতে পারি , তার মধ্যে আয় করার সবথেকে সেরা মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং করে আয় করা । ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য আপনে ইন্টারনেটে অনেক ফ্রিল্যান্সিং সাইট পাবেন । এই সব সাইটে কাজ করার মাধ্যমে আপনে টাকা আয় করতে পারবেন । আমরা এই আটিকেলে তেমন কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেগুলো থেকে আপনে সহজে আয় করতে পারবেন । এই সব ওয়েবসাইট বিশ্বের হাজার হাজার মানুষ কাজ করে ডলার আয় করতেছে । ফ্রিল্যান্সিং এ কাজ করার দিক দিয়ে বাংলাদেশের আবস্থান দ্বিতীয় । আপনি ঘরে বসে, পরিবারে সাথে খেকে এই সাইটগুলোতে কাজ করতে পারবেন । এই পোষ্টের মাধ্যমে আপনি বিশ্বের জনপ্রিয় ৫ টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন ।
৫ টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট (To 5 freelancing websites)
১ Fiverr.com
২ Upwork.com
৩ Freelancer.com
৪ PeopleperHour.com
৫ Anytask.com
১ Fiverr.com
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল Fiverr । বর্তমানে নতুনরা Fiverr মাধ্যমে তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতেছে । বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ Fiverr এ কাজ করে ডলার ইনকাম করতেছে । আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার Fiverr এর মাধ্যমে শুরু করতে পারেন ।
এই সাইটে আপনি সর্বনিন্ম ৫ ডলার আপনার কাজের জন্য আফার করতে পারেন । এই সাইট থেকে আপনি হাজার হাজার ডলার আয় করতে পারবেন যদি আপনার কজের ভাল দক্ষতা থাকে ।
এইখানে কাজ করার জন্য আপনাকে প্রথমে একটা ভাল গিগ তৈরি করতে হবে, যাতে করে বাইয়ারা আপনাকে সহজে খুজে পাই এবং কাজের জন্য আফার করতে পারে ।
ফাইভারে আপনি নানা রকমের কাজ পাবেন যেমন লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন, ব্লগ পোস্ট,ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ডাটা এন্টি ইত্যাদি । যদি আপনার এই সব কাজে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সহজে এখান থেকে আয় করতে পারবেন ।
এখানে আপনি ঘন্টা হিসাবে কাজের জন্য টাকা পাবেন না । আপনি গিগে যা অফার করবেন তাই পাবেন । ফাইভার থেকে আপনে ব্যাংকে, পেপাল বা পেইনিয়ারের মাধ্যমে আপনার টাকা উওোলন করতে পারবেন ।
২ Upwork.com
বর্তমান সময়ের সবচেয়ে বৃহওম ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হল Upwork । আপওয়ার্ক এ বর্তমানে সবচেয়ে বেশে সংখ্যক মানুষ কাজ করতেছে ।
কয়েক বছর আগে, দুটি জনপ্রিয় অনলাইন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম এল্যান্স এবং ওডেস্ক একত্রিত হয়ে আপওয়ার্ক তৈরি হয়েছিল। সংস্থার মতে এটি বিশ্বের শীর্ষ প্রতিভাশালী স্বতন্ত্র পেশাদারদের সাথে নিয়োগ এবং কাজ করার জন্য শীর্ষস্থানীয় সংস্থাগুলির "প্রিমিয়ার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট"।
৩ Freelancer.com
এ সাইটটি হচ্ছে সবচেয়ে পুরাতন এবং জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট । এ সাইটটি ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত মার্কেটে টিকে আছে । এই খানে বর্তমানে 49,615,861 Registered Users কাজ করতেছে এবং প্রতিদিন 19,192,065 Jobs পোষ্ট করা হয় । এইখানে বিড করে এবং কনটেস্ট এ অংশগ্রহণ করার মাধ্যমে কাজ নেতে পারবেন ।
এই সাইটে আপনি যে ধরণের কাজ পাবেন তাহল মোবাইল অ্যাপ ডেপোলাপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, SEO ইত্যাদি নানা ধরণের কাজ পাবেন ।
এখান থেকে প্রতিমাসে আপনে ৮ টি করে বিড ফ্রিতে পাবেন তাই বিড ভালভাবে করতে চেষ্টা করবেন ।
৪ PeopleperHour.com
এই সাইটটি ২০০৭ সালে লন্ডনে লজ্ঞ হয় । এখানে বর্তমানে ১৫ লক্ষের ও বেশি ফ্রিল্যান্সার কাজ করতেছে । এই সাইট টি নতুন ফ্রীলান্সার দের জন্য কিন্তু অনেক কম্পেটিশন আছে।তবে আপনার প্রাইস(fee) যদি একটু কম রাখনে এবং কাজ যদি ভাল পারেন তাহলে কাজ পেতে সময় লাগবে না।
পিপল্পহর একটি উচ্চমানের এবং বিশ্বাসযোগ্য ফ্রিল্যান্স ওয়েবসাইট যেখানে আপনি আপনার স্থানীয় অঞ্চলে দূরবর্তী আউটসোর্সার এবং কর্মীদের নির্বাচন করতে পারেন। আপনি তালিকাভুক্ত অনেক বিভাগগুলির মধ্যে একটিতে আপনার দক্ষতা প্রয়োগ করতে আগ্রহী হলে আপনি ঠিকাদারও নিয়োগ করতে এবং অতিরিক্ত আয়ের উত্স হিসাবে সাইটটি ব্যবহার করতে পারেন।
৫ Anytask.com
এই সাইটটি ২০২০ সালে বাজারে আসছে এখানে তাই প্রতিযোগি অনেক কম । নতুনরা খুব সহজে এই সাইট থেকে কাজ পেতে পারে । এই সাইটা দেখতে অনেকটা ফাইভারের মতো এখানে গিগ এর পরিবর্তে টাস্কস দিতে হয় । এখানে কাজে সর্বনিম্ন প্রাইস হচ্ছে ১ ডলার এবং এখানে কাজের জন্য কোনো কমিশন কাটা হয়না । এখান থেকে আপনি ব্যাংক বা পেপাল এর মাধ্যমে টাকা উওোলন করতে পারবেন ।
Labels: online earnig tips
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home