Monday, July 25, 2022

কিভাবে বুঝবেন যে কোন মেয়ে রোমান্টিক কিনা? ( How to understand that a girl is romantic?sqtipsbd)

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নতুন একটি টপির্কসে শেয়ার করবো। আজকের আর্টিকেলটি হলো আপনি কি ভাবে খুবসহজে কিভাবে বুঝবেন যে কোন মেয়ে রোমান্টিক কিনা? তো কথা না বলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন গুণ থাকলে একটা মেয়েকে রোমান্টিক  বলা যেতে পারে।

কিভাবে বুঝবেন যে কোন মেয়ে রোমান্টিক কিনা? ( How to understand that a girl is romantic?sqtipsbd)


 রোমান্টিক মেয়ের আচরণ

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1202021768695494"
     crossorigin="anonymous"></script>
<!-- first add -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-1202021768695494"
     data-ad-slot="2982523341"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

 ১]যে সব মেয়ে সাধারণত খুব আস্তে কথা বলে। কথা বলার সময় অঙ্গ ভঙ্গি করে না ।

২ ] সরাসরি পরপুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না । খুব ধীর পায়ে এবং মাথা নিচু করে

হাটে ।

৩] পোশাকে খুবই শালীনতা বজায় রাখবে যতটুকু সম্ভব পর্দায় থাকার চেষ্টা করবে।

৪] ভদ্র মেয়েরা সাধারণত ধর্ম ভীরু  হয়।

৫] টি ভি সিরিয়াল দেখার চেয়ে এরা কবিতা লেখা অথবা বই পড়তে ভালোবাসে ।

৬] রোমান্টিক মেয়েরা সাধারণত রাগি হয় । একবার রেগে গেলে রাগ ভাঙাতে বেগ পেতে হয় ।

.৭] কখনোই তারা প্রেমে জড়াবে না । পরিবারের সম্মানটা তারা বড় করে দেখে। আর যদি কখনো জড়িয়ে যায় তবে মনে প্রাণে সেই সম্পর্ক টা টিকিয়ে রাখার চেষ্টা করে।

৮] ফেসবুক টুইটার বা অন্য কোন মাধ্যমে তারা ছবি আপলোড দিবে না এমনকি অতি ঘনিষ্ঠ জনদেরকে ছবি দিতে অপরগতা প্রকাশ করবে।

৯] তাদের হিংসা তেমন থাকে না । গিবত করা বা শোনা এরা মোটেও পছন্দ করে না.

১০] রোমান্টিকমেয়েরা রান্নায় খুব পাকা হয় থাকে । সব সময় ঘরে অবস্থান করার ফলে মায়ের বা ভাবিদের কাছ থেকে রান্নার বিষয় বস্তু গুলো খুব ভালো ভাবেই শিখে নেয় তারা ।

.১১] রোমান্টিক মেয়েরা সাধারণত তর্কে জড়ায় না। অশ্লীল কথা বার্তা এবং অভদ্র আচরণ থেকে এরা

সবসময় দূরে থাকে


পড়ার জন্য ধন্যবাদ!! আশা করি আর্টিকেলটি আপনাদের ভালোলেগেছে। এরকম সুন্দর সুন্দর আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন।


মেয়েরা মেয়েরাযে মেয়েরামেয়েরা কেমনমেয়েরা কিভাবে হরমোন বের করেমেয়েরা কেন আগে প্রপোজ করে নাকি কথা বললে মেয়েরা প্রেমে পড়ে


Labels: ,

Saturday, July 23, 2022

দেখার মত কিছু জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র যা না দেখলেই নয়

 দেখার মত বাংলাদেশী ১৩৬ টি চলচ্চিত্র

আমাদের বাংলা সিনেমার রয়েছে প্রাচীন  ও গোরবময় ইতিহাস । ১৯২৭ সালে বাংলার নবাব পরিবারে তরুনদের মাধ্যমে বাংলা সিনেমার যাএা শরু হলে  ও ১৯৫৭ সালে আবদুল জব্বারের পরিচালনায় মুখ ও মুখোশ ছবির মাধ্যমে বাংলা সিনেমার আনুষ্ঠানিক যাএা শরু হয়  এর পর থেকে বাংলা সিনেমাকে আর থেমে থাকতে হয়নি, সময়ের আবর্তনে বাংলা সিনেমায় যুক্ত হয়েছে অসংথ্য সোনালে পালক । আর সেই সব সোনালে পালক থেকে সেরা ১৩৬ টি জনপ্রিয় বাংলা সিনেমা খুজে বের করে এনেছি আমরা । আর কথা না বলে  চলুন দেখে আসা যাক  সর্বকালের সর্বশ্রেষ্ট ১৩৬টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍কোনগুলো । 

new Bangla movie Indian Bangla movie Kolkata Bangla movie Tamil Bangla movie ভারতি বাংলা মুভি তামিল মুভি Drama বাংলা মুভি বাংলা ছবি Bangla movie ইত্যাদি  tollywood movie download


অন্যান পোষ্টঃ 5 Best free Movie Downloading website 2022

১। কখনো আসেনি (১৯৬১)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=kmHL4WefB_w

২। কাঁচের দেয়াল (১৯৬৩)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=5f0oswtiE0U

৩। বেহুলা (১৯৬৬)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=oSEezQ0xsu8

৪। আনোয়ারা (১৯৬৭)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=MLalXlJOXP0

৫। জীবন থেকে নেয়া (১৯৭০)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=3KwomNGsC6s

৬। সুতরাং (১৯৬৪)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=9fvFV5W-h14

৭। আবির্ভাব (১৯৬৮)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=N15F5vJxN4M

৮। অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=UXGVi0SSLgg

৯। ডুমুরের ফুল (১৯৭৯)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=1QByq-JqMOw

১০। ওরা ১১ জন (১৯৭২)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=onNXCzLaSGI

১১। শুভদা (১৯৮৬)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=nKxrnQNjbiI

১২। পদ্মা মেঘনা যমুনা (১৯৯১)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=kcU-spZec6M

১৩। হাঙর নদী গ্রেনেড (১৯৯৭)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=9DEWTRyeF6s

১৪। হাছন রাজা (২০০১)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=94KsXRDPQ-4

১৫। মেঘের পরে মেঘ (২০০৪)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=F22pq8Svihc

১৬। শাস্তি (২০০৪)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=CvPlWSet6CE

১৭। আবার তোরা মানুষ হ (১৯৭৩)—খান আতাউর রহমান: লিংক পাওয়া যায় নি

১৮। ধীরে বহে মেঘনা (১৯৭৩)—আলমগীর কবির: https://youtu.be/z0GvuGzpZVA

১৯। সূর্য কন্যা (১৯৭৫)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=nCs9g9F7keo

২০। সীমানা পেরিয়ে (১৯৭৭)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=7oUZpPEG8Zw

২১। রূপালী সৈকতে (১৯৭৯)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=smGSt_9khIk

২২। পরিণীতা (১৯৮৪)—আলমগীর কবির: লিংক পাওয়া যায় নি

২৩। মহানায়ক (১৯৮৫)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=gAe1f3B7_iI

২৪। মেঘের অনেক রং (১৯৭৬)—হারুনর রশীদ: https://www.youtube.com/watch?v=rjFbpMuTTxk

২৫। গোলাপী এখন ট্রেনে (১৯৭৮)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=cNLTHbY1Ndk

২৬। দুই পয়সার আলতা (১৯৮২)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=aGaubnuKAgg

২৭। জন্ম থেকে জ্বলছি (১৯৮২)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=KVu2RyVNR3I

২৮। ভাত দে (১৯৮৪)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=z0g7cXKqMC8&t=12s

২৯। সারেং বউ (১৯৭৮)—আব্দুল্লাহ আল মামুন: https://www.youtube.com/watch?v=sephN52U8Y0

৩০। এখনই সময় (১৯৮০)—আব্দুল্লাহ আল মামুন: https://www.youtube.com/watch?v=lUNGUlkiEUk

৩১। দুই জীবন (১৯৮৮)—আব্দুল্লাহ আল মামুন: https://www.youtube.com/watch?v=aHADTgdAaC0

৩২। সূর্যদীঘল বাড়ি (১৯৭৯)—মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী: https://www.youtube.com/watch?v=gMeeozaMmIM&t=90s

৩৩। দহন (১৯৮৫)—শেখ নিয়ামত আলী: https://www.youtube.com/watch?v=gdcRTD5npTk

৩৪। অন্য জীবন (১৯৯৫)—শেখ নিয়ামত আলী: https://www.youtube.com/watch?v=ph4uuighfcM&t=19s

৩৫। এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০)—বাদল রহমান: https://www.youtube.com/watch?v=vbWHI8C78wo

৩৬। ছুটির ঘণ্টা (১৯৮০)—আজিজুর রহমান: https://www.youtube.com/watch?v=_cIDMn2wodQ

৩৭। রামের সুমতি (১৯৮৫)—শহিদুল আমিন: https://www.youtube.com/watch?v=2DAgnlEfsw4

৩৮। শঙ্খনীল কারাগার (১৯৯২)—মুস্তাফিজুর রহমান: https://www.youtube.com/watch?v=tXZw316KAJA

৩৯। চাকা (১৯৯৩)—মোরশেদুল ইসলাম:https://www.youtube.com/watch?v=oJtFS05-Ur8

৪০। দীপু নাম্বার টু (১৯৯৬)—মোরশেদুল ইসলাম:

https://youtu.be/-zz7T8waQbI

৪১। দুখাই (১৯৯৭)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=hiYnMNfDLBM&t=2s

৪২। দূরত্ব (২০০৪)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=NTBQ1yHNCo0

৪৩। খেলাঘর (২০০৬)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=i5LhxyZ1tss

৪৪। প্রিয়তমেষু (২০০৯)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=Eh4OLMRlJOk

৪৫। আমার বন্ধু রাশেদ (২০১১)—মোরশেদুল ইসলাম:

https://www.youtube.com/watch?v=bNZkYR1h-uA

৪৬। অনিল বাগচীর একদিন (২০১৫)—মোরশেদুল ইসলাম: 

https://youtu.be/BHJOIOdMW8A

৪৭। একাত্তরের যীশু (১৯৯৩)—নাসির উদ্দিন ইউসুফ: https://www.youtube.com/watch?v=ImB47ynd3sc

৪৮। গেরিলা (২০১১)—নাসির উদ্দিন ইউসুফ:

https://www.youtube.com/watch?v=7QHR16rEt3E

৪৯। আলফা (২০১৯)—নাসির উদ্দিন ইউসুফ: https://www.youtube.com/watch?v=VMliSn2PPKE

৫০। আগুনের পরশমণি (১৯৯৪)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=N2_ZAY34Lc8

৫১। শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=2m56a4EyVWY

৫২। দুই দুয়ারী (২০০০)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=ZcMjpdF-6OM

৫৩। চন্দ্রকথা (২০০৩)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=PvGrjVnIdGA

৫৪। শ্যামল ছায়া (২০০৪)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=ph3qk73ywbQ

৫৫। নয় নম্বর বিপদ সংকেত (২০০৬)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=Jue74sbh_0A

৫৬। আমার আছে জল (২০০৮)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=mpxxBvpmJVg

৫৭। ঘেটুপুত্র কমলা (২০১২)—হুমায়ূন আহমেদ:

https://www.youtube.com/watch?v=2cAejoAZqYY

৫৮। নদীর নাম মধুমতী (১৯৯৫)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=_paDZRGY1Kk&t=771s

৫৯। চিত্রা নদীর পারে (১৯৯৯)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=anwAmOjOCPo

৬০। লালসালু (২০০১)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=i_JGYJQsYXI&t=604s

৬১। লালন (২০০৪)—তানভীর মোকাম্মেল: https://www.yout


  1. Tollywood movie download
  2. Tollywood movie Bengali
  3. Hollywood movie
  4. Bollywood movie
  5. Bangladeshi movie
  6. Kolkata movie

Which is the No 1 Tollywood movie downloading?

Which app is best for Bengali movie download?

Where can I free download movies?

In which app I can watch Bengali movies for free?

Where can I download Bengali movies for free on Quora?

Where can I watch Bengali movies for free on Quora?

Labels: ,