Monday, July 25, 2022

কিভাবে বুঝবেন যে কোন মেয়ে রোমান্টিক কিনা? ( How to understand that a girl is romantic?sqtipsbd)

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নতুন একটি টপির্কসে শেয়ার করবো। আজকের আর্টিকেলটি হলো আপনি কি ভাবে খুবসহজে কিভাবে বুঝবেন যে কোন মেয়ে রোমান্টিক কিনা? তো কথা না বলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন গুণ থাকলে একটা মেয়েকে রোমান্টিক  বলা যেতে পারে।

কিভাবে বুঝবেন যে কোন মেয়ে রোমান্টিক কিনা? ( How to understand that a girl is romantic?sqtipsbd)


 রোমান্টিক মেয়ের আচরণ

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1202021768695494"
     crossorigin="anonymous"></script>
<!-- first add -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-1202021768695494"
     data-ad-slot="2982523341"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

 ১]যে সব মেয়ে সাধারণত খুব আস্তে কথা বলে। কথা বলার সময় অঙ্গ ভঙ্গি করে না ।

২ ] সরাসরি পরপুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না । খুব ধীর পায়ে এবং মাথা নিচু করে

হাটে ।

৩] পোশাকে খুবই শালীনতা বজায় রাখবে যতটুকু সম্ভব পর্দায় থাকার চেষ্টা করবে।

৪] ভদ্র মেয়েরা সাধারণত ধর্ম ভীরু  হয়।

৫] টি ভি সিরিয়াল দেখার চেয়ে এরা কবিতা লেখা অথবা বই পড়তে ভালোবাসে ।

৬] রোমান্টিক মেয়েরা সাধারণত রাগি হয় । একবার রেগে গেলে রাগ ভাঙাতে বেগ পেতে হয় ।

.৭] কখনোই তারা প্রেমে জড়াবে না । পরিবারের সম্মানটা তারা বড় করে দেখে। আর যদি কখনো জড়িয়ে যায় তবে মনে প্রাণে সেই সম্পর্ক টা টিকিয়ে রাখার চেষ্টা করে।

৮] ফেসবুক টুইটার বা অন্য কোন মাধ্যমে তারা ছবি আপলোড দিবে না এমনকি অতি ঘনিষ্ঠ জনদেরকে ছবি দিতে অপরগতা প্রকাশ করবে।

৯] তাদের হিংসা তেমন থাকে না । গিবত করা বা শোনা এরা মোটেও পছন্দ করে না.

১০] রোমান্টিকমেয়েরা রান্নায় খুব পাকা হয় থাকে । সব সময় ঘরে অবস্থান করার ফলে মায়ের বা ভাবিদের কাছ থেকে রান্নার বিষয় বস্তু গুলো খুব ভালো ভাবেই শিখে নেয় তারা ।

.১১] রোমান্টিক মেয়েরা সাধারণত তর্কে জড়ায় না। অশ্লীল কথা বার্তা এবং অভদ্র আচরণ থেকে এরা

সবসময় দূরে থাকে


পড়ার জন্য ধন্যবাদ!! আশা করি আর্টিকেলটি আপনাদের ভালোলেগেছে। এরকম সুন্দর সুন্দর আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন।


মেয়েরা মেয়েরাযে মেয়েরামেয়েরা কেমনমেয়েরা কিভাবে হরমোন বের করেমেয়েরা কেন আগে প্রপোজ করে নাকি কথা বললে মেয়েরা প্রেমে পড়ে


Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home