সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা
আমাদের বাংলা সিনেমার রয়েছে প্রাচীন ও গোরবময় ইতিহাস । ১৯২৭ সালে বাংলার নবাব পরিবারে তরুনদের মাধ্যমে বাংলা সিনেমার যাএা শরু হলে ও ১৯৫৭ সালে আবদুল জব্বারের পরিচালনায় মুখ ও মুখোশ ছবির মাধ্যমে বাংলা সিনেমার আনুষ্ঠানিক যাএা শরু হয় এর পর থেকে বাংলা সিনেমাকে আর থেমে থাকতে হয়নি, সময়ের আবর্তনে বাংলা সিনেমায় যুক্ত হয়েছে অসংথ্য সোনালে পালক । আর সেই সব সোনালে পালক থেকে সেরা ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা খুজে বের করে এনেছি আমরা । আর কথা না বলে চলুন দেখে আসা যাক সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা কোনগুলো ।
সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা (TOP 10 BANGLA CENAMA)
১ জীবন থেকে নেওয়া
২ সীমানা পেরিয়ে
৩ ছুটির ঘন্টা
৪ তিতাস একটি নদীর নাম
৫ মাটির ময়না
৬ সাত ভাই চম্পা
৭ দীপু নাম্বার টু
৮ মনপুরা
৯ আয়নাবাজি
১০ অজ্ঞাতনামা
১ জীবন থেকে নেওয়া
জীবন থেকে নেওয়া চলচ্চিএ ১৯৭০ সালের এপ্রিল মাসে মুক্তি পাই । এই ছবিটি পরিচালনা করেছে বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালক জহির রায়হান । এই সিনেমায় অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন, প্রমুখ । এই ছবিটির কাহীনি গড়ে উঠেছে মূলত গ্রাম বাংলার এক অতি সাধারণ পরিবারকে কেন্দ্র করে । এই সিনেমায় আমার সোনার বাংলা গানটি চিএায়িত হয়েছিল যা পরে বাংলাদেশের জাতীয় সঙ্গিত এর মর্যদা লাভ করে ।
২ সীমানা পেরিয়ে
এই ছবিটি ১৯৭৭ সালে মুক্তি পায় । এই ছবিটি পরিচালনা করেছেন আলমগীর কবির । এতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, জয়শ্রী কবির মায়া হাজারিকা, কাফী খান, গোলাম মোস্তফা ও তনুজা । সীমানা পেরিয়ে ছবিটি ১৯৭৭ সালে এ শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান । এছাড়াও ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট-এর "বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্র" তালিকায় স্থান পেয়েছে । এই সিনেমাটি ১৯৭০ সালে উপকূলীয় অঞ্চলে এক ভয়াবহ জলোচ্ছ্বাস কে কেন্দ্র করে তেরি করা হয়েছে । এই সিনেমাতে দেখানে হয়েছে একজন তরুণ ও একজন তরুণী একটি অজানা দ্বীপে বেচে থাকার জীবন কাহীনি ।
৩ ছুটির ঘন্টা
ছুটির ঘন্টা ১৯৮০ সালে মুক্তি প্রাপ্ত একটি শিশুতোশ বাংলা চলচ্চিএ । এই সিনেমাটি পরিচালনা করেছেন আজিজুর রহমান । এতে অভিনয় করেছেন শিশু শিল্পি সুমন এবং অন্যান চরিত্রে নায়ক রাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, এবং এ টি এম শামসুজ্জামান । ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে সকলের অজান্তে তালা বন্ধ হয়ে আটকে পড়ে একটি ১২ বছর বয়সের ছাত্র। আর তালা বন্ধ বাথরুমে দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার প্রতিক্ষার মধ্যে দিয়ে হৃদয় বিদারক নানা ঘটনা ও মুক্তির কল্পনায় ১০ দিন অমানবিক কষ্ট সহ্য করার পর কিভাবে একটি নিষ্পাপ কচি মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে এমনই একটি করূন দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবিতে
৪ তিতাস একটি নদীর নাম

তিতাস একটি নদীর নাম এই সিনেমাটি ১৯৭৩ সালে মুক্তি পায় । এই ছবিটি পরিচালনা করেছেন ঋত্বিক ঘটক । এতে অভিনয় করেছেন প্রবীর মিত্র, রোজী সামাদ, কবরী ও গোলাম মুস্তাফা । এই ছবিটি অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম অবলম্বনে নির্মিত করা হয়েছে।
৫ মাটির ময়না
মাটির ময়না ছবিটি ২০০২ সালে মুক্তি প্রাপ্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক একটি নাট্য চলচ্চিএ । এটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ । এতে মূল চরিত্রে অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং লামিসা আর রিমঝিম । এই সিনেমাটি ২০০২ সালের জাতীয় চলচ্চিএ পরুষ্কার পান ।
৬ সাত ভাই চম্পা
সাত ভাই চম্পা হলো বঙ্গীয় আজ্ঞলের জনপ্রিয় একটি রূপকথার গল্প । এই গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৯০৭ সালে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি নামক রূপকথার বইয়ে । পরে ১৯৬৮ এই গল্প নিয়ে একটি বাংলা সিনেমা তৈরি করা হয় । ছবিটি পরিচালনা করেছেন দীলিপ সোম এবং এতে অভিনয় করেছেন কবরী ও খান আতাউর রহমান। চলচ্চিত্রটিকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট সর্বকালের সেরা দশটি বাংলা চলচ্চিত্রের মধ্যে স্থান দিয়েছে ।
৭ দীপু নাম্বার টু
দীপু নাম্বার টু সিনেমাটি ১৯৯৬ সালে মুক্তি পায় । এটি মুহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার টুদীপু নাম্বার টু নামের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত করা হয়েছে । ছবিটি পরিচালনা করেছে মোরসেদুল ইসলাম । ছবিটিতে অভিনয় করেছেন অরুন ছাড়া বুলবুল আহমেদ, ববিতা, আবুল খায়ের, গোলাম মুস্তাফা, শুভাশীষ এবং আরও অনেকে ।
৮ মনপুরা
মনপুরা সিনেমা ২০০৯ সালে মুক্তি পায় । বাংলাদেশের ব্যবসায় ছবিগুলোর মধ্যে এটি । এই সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম এবং এটি তার নির্মিত প্রথম বাংলা চলচ্চিএ । এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, মামুনুর রশীদ, শিরীন আলম, ফজলুর রহমান বাবু,মনির খান শিমুল । এই ছবিটি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করেন ।
৯ আয়নাবাজি
আয়নাবাজি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সিনেমারগুলোর মধ্যে একটি । এটি ২০১৬ সালে মুক্তি পায় এই সিনেমাতে মূলত একজন অপরাধির চরিএ ফুটিয়ে তুলা হয়েছে ।
এই সিনেমাটি ২০১৮ সালে জাতীয় চলচ্চিএ পরুষ্কার এবং ১৯ তম মেরিল প্রথম আলো পরুষ্কার লাভ করেন । এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা,পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, বাদশা আর ও অনেকেই ।
১০ অজ্ঞাতনামা
অজ্ঞাতনামা ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। এটি তার পরিচালিত চতুর্থ চলচ্চিত্র। সিনেমাটি ২০১৫ সালে একুশে বইমেলায় নিজের প্রকাশিত অজ্ঞাতনামা বইয়েরই চলচ্চিত্রায়ন। মানবপাচারের কাহিনী নিয়ে নির্মিত এই ছায়াছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, নাজমুল হুদা বাচ্চু, মোমেনা চৌধুরী ও নিপুণ আক্তার।
Labels: MOVIES REVIEW
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home