Thursday, May 26, 2022

রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম থেকে সব প্রিলিতেই আসা কিছু প্রশ্ন। (Some questions from Rabindranath and Kazi Nazrul Islam in all the prelims.)

 বিসিএস প্রিলি প্রস্তুতি: রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম থেকে সব প্রিলিতেই প্রশ্ন এসেছে ।





———————————

কাজী নজরুল ইসলাম
———————————–
প্রশ্নঃ কাজী নজরুল কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।
/
১। বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
-১৯৭২সালের ২৪মে
২। নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?
– ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী
৩। নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?
– ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।
৪। নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
– ১৯৭৪সালে
৫। রবীন্দ্রভারতী কবে ডি. লিট উপাধি দেয় ?
-১৯৬৯সালে
৬। ভারত সরকার তাঁকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?
– ১৯৬০
৭। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
– ১৯৪৫সালে ।

৮। কত সালে নজরুল ২১শে পদক পান ?
– ১৯৭৬সালে‘।
৯। কতসালে তিনি স্বাধীনতা পুরস্কার পান ?
– ১৯৭৭সালে
১০। বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত ?
– ৩য়
১১.। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয় ?
-১৯৭২সালের ২৪মে স্বীকৃতি (সাংবিধানিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি।
১২। নজরুল কতবার ঢাকায় আসেনে ?
– ১৩বার । প্রথম ১৯২৬
১৩। নজরুল কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ?
– ৫বার
১৪। নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন ?
– ধ্রুব
১৫। নজরুলের প্রথম
—————————
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তরঃ ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী?
উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬; সওগাত)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তরঃ মুক্তি (প্রকাশ: শ্রাবণ ১৩২৬)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?
উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী (প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী?
উত্তরঃ ব্যথার দান (প্রকাশ: ফেব্রুয়ারি ১৯২২)।

প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তরঃ অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তরঃ বাঁধনহারা (১৯২৭)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
উত্তরঃ তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তরঃ যুগবাণী (অক্টোবর ১৯২২)।
প্রশ্নঃ নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উত্তরঃ ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)।
প্রশ্নঃ প্রথম প্রকাশিত নাট্য গ্রন্থ কী?
উত্তরঃ ঝিলিমিলি (১৩৩৭)। এই গ্রন্থে মোট তিনটি নাটক আছে।

প্রশ্নঃ নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?
উত্তরঃ বিষের বাঁশী (প্রকাশ: আগষ্ট ১৯২৪/ বাজেয়াপ্ত: ২৪ অক্টোবর ১৯২৪)।
———————————————————————
১৫। ভোর হল দোর খোল
খুকু মণি উঠো রে —- পঙক্তিটি কার লেখা ?
– কাজী নজরুল ইসলাম ।
১৬। বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক কে?
– কাজী নজরুল ইসলাম।
১৭। কাজী নজরুলে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
– ময়মনসিংহের ত্রিশালে
১৮। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
– বাংলা একাডেমিতে
১৯। বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠায় করে
পঙক্তিটি কার লেখা ?
২০। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন?
– রবি-হারা
২১। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি?
– ২৩টি
২২। কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
-নির্ঝর

২৩।ঝিঙেফুল ও সাতভাই চম্পা কি?
– কাজী নজরুলের ছোটদের কাব্যগ্রন্থ
২৪। কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?
উত্তরঃ ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১)
২৫। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে , মিথ্যাকে , মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে ‘’’– কার কথা?
– –কাজী নজরুল ইসলামের।
২৫।–কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ
— কাব্যে আমপারা , রুবাইয়াত্ -ই- হাফিজ, রুবাইয়াত্ -ই- ওমর খৈয়াম।
২৬। ব্যথারদান , রিক্তের বেদন ও শিউলিমালা এগুলো কি?
– গল্পগ্রন্থ
২৭। বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয়
– প্রমীলা
২৮। চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ?
– ১৯৯৬সালে।
২৯। নজরুল প্রতিভা কার লেখা ?
– কাজী আবদুল ওয়াদুদ।
৩০। কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত্ করেন ?
– ১৯২১সালের অক্টোম্বর মাসে
৩১। নজরুলের গজলগুলোকে বলা হয়
– নজরুলিয়া । (তিনিই প্রথম বাংলা গজল লেখেন। )
৩২। প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে?
– কাজী নজরুল েইসলাম্
৩৩। কাজী নজরুল ইসলাম কোথায় সমাহিত করা হয় ?
– ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।

৩৪। নজরুল স্মৃতিবিজড়িত কয়েকটি দর্শনীয় স্থান
— ত্রিশাল , ময়মনসিংহ, দৌলতপুর , কুমিল্লা , কার্পাসডাঙা, চুয়াডাঙ্গা ।
৩৫। কাজী নজরুলকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করেছে ?
– কানাডা
৩৬।জীবন বন্দনা কবিতাটি কোন ছন্দে রচিত?
– ৬মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে।
৩৭। ’সঞ্চিতা’ কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
– রবীন্দ্র নাথ ঠাকুরকে
৩৮। অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উত্সর্গ করেন ?
– বারীন্দ্র কুমার ঘোষকে
৩৯।বাঁধন হারা ‘ উপন্যাস নজরুল কাকে উত্সর্গ করেন ?
-নলিনীকান্ত সরকারকে
৪০। বসন্ত গীতিনাট্য নজরুল কাকে উত্সর্গ করেন ?
-রবীন্দ্র নাথ ঠাকুরকে।

প্রশ্নঃ বার বছর বয়সে তিনি কোথায় যোগ দেন?
উত্তরঃ লেটোর দলে এবং দলে ‘পালা গান’ রচনা করেন।
প্রশ্নঃ নজরুল বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?
উত্তরঃ বিদ্রোহী কবি।
প্রশ্নঃ কাজী নজরুল বাংলাদেশের কোন সঙ্গীতের রচয়িতা?
উত্তরঃ রণসঙ্গীত।
প্রশ্নঃ রণসঙ্গীত হিসাবে মূল কবিতাটির কত চরণ গৃহীত?
উত্তরঃ ২১ চরণ।

প্রশ্নঃ রণসঙ্গীত কী শিরোনামে সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ নতুনের গান শিরোনামে ঢাকার শিখা পত্রিকায় ১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দে) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়।
প্রশ্নঃ কাজী নজরুলের কোন গ্রন্থে এই সঙ্গীত অন্তর্ভুক্ত আছে?
উত্তরঃ সন্ধ্যা কাব্য গ্রন্থে।
প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তরঃ ‘সাপ্তাহিক বিজলী’র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায়।
প্রশ্নঃ কাজী নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন?
উত্তরঃ ‘সান্ধ্য দৈনিক নবযুগ’ (১৯২০)-এর।
প্রশ্নঃ এই পত্রিকার সঙ্গে আর কোন দুজন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন?
উত্তরঃ কমরেড মুজাফফর আহমদ ও
শেরে বাংলা ফজলুল হক।

প্রশ্নঃ কাজী নজরুলের সম্পদনায় কোন
অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হত?
উত্তরঃ ‘ধূমকেতু’ (১৯২২)।
প্রশ্নঃ ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়?
উত্তরঃ ‘আয় চলে আয়, রে ধূমকেতু/আঁধারে বাঁধ অগ্নিসেতু-’।
/

প্রশ্নঃ কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উত্তরঃ ধূমকেতু’র পূজা সংখ্যায় (১৯২২) ‘আনন্দময়ীর আগমনে’।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন?
উত্তরঃ বসন্ত।
প্রশ্নঃ হুগলি জেলে কর্মকর্তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে নজরুল অনশন করলে রবীন্দ্রনাথ
নজরুলকে কী লিখে টেলিগ্রাফ পাঠান?
উত্তরঃ Give up hunger strike. Our literature claims you.
প্রশ্নঃ কাজী নজরুল জেল থেকে মুক্তি পান কবে?
উত্তরঃ ১৯২৩-এর ১৫ অক্টোবর।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন কখন?
উত্তরঃ ১৯২৫-এ ফরিদপুর কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে।
প্রশ্নঃ নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত?
উত্তরঃ ১৯২৫ সাল।

প্রশ্নঃ কাজী নজরুলকে জাতীয় সংবর্ধনা দেয়া হয় কোথায় এবং কখন?
উত্তরঃ ১৯২৯-এর ১৫ ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে।
প্রশ্নঃ নজরুলের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়,
কী কী?
উত্তরঃ ৫টি। বিশের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
প্রশ্নঃ জেলে বসে লেখা জবানবন্দির নাম কী?
উত্তরঃ রাজবন্দির জবানবন্দি। রচনার তারিখ:
৭/১/১৯২৩
প্রশ্নঃ ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
উত্তরঃ সিন্ধু হিন্দোল কাব্যের।
প্রশ্নঃ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীনা’ কাব্য নিষিদ্ধ হয়?
উত্তরঃ রক্তাম্বরধারিনী মা।
প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ অগ্নি-বীণা।
প্রশ্নঃ অগ্নি-বীণা কাকে উৎসর্গ করা হয়?
উত্তরঃ বিপ্লবী বারীন্দ্

রকুমার ঘোষকে।
প্রশ্নঃ অগ্নি-বীণার প্রথম কবিতা কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস।

প্রশ্নঃঅগ্নিবীণাতে কয়টি কবিতা আছে?
– ১২টি
প্রশ্নঃ।সঞ্চিতাতে কয়টি কবিতা আছে?
– ৭৮টি কবিতা
প্রশ্নঃ নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত।
উত্তরঃ বাঁধনহারা।
প্রশ্নঃ কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কী কী?
উত্তরঃ ‘অগ্নি-বীণা’ (১৯২২), বিষের বাঁশি (১৯২৪),
ভাঙার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫),
সর্বহারা (১৯২৬), ফণি-মনসা (১৯২৭), জিঞ্জির
(১৯২৮), সন্ধ্যা (১৯২৯), প্রলয় শিখা (১৯৩০)
ইত্যাদি।
প্রশ্নঃ জীবনী কাব্যগুলো কী কী?
উত্তরঃ ‘চিত্তনামা’ (১৯২৫) ও মরু-ভাস্কর (১৯৫০)।
প্রশ্নঃ চিত্তনামা ও মরু-ভাস্কর কার জীবনভিত্তিক কাব্য?
উত্তরঃ চিত্তনামা : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ: মরু-ভাস্কর: হয়রত মুহম্মদ।
প্রশ্নঃ হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ কোনটি?
উত্তরঃ মরু ভাস্কর।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম উল্লেখ কর।
উত্তরঃ ‘বাঁধনহারা’ (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থগুলোর নাম কর।
উত্তরঃ ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।
প্রশ্নঃ সংগীত বিষয়ক গ্রন্থাবলীর উল্লেখ কর।
উত্তরঃ চোখের চাতক, নজরুল গীতিকা, সুর সাকী, বনগীতি প্রভৃতি।
প্রশ্নঃ বাল্যকাল তিনি কী নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ দুখু মিয়া।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কী নামে খ্যাত?
উত্তরঃ বিদ্রোহী কবি।
প্রশ্নঃ বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন।
উত্তরঃ ৪৯ নং
প্রশ্নঃ আদালতে প্রদত্ত কবি নজরুলের রচনার নাম কী?
উত্তরঃ রাজবন্দীর জবানবন্দি
প্রশ্নঃ ১৯৩৩ সালে প্রকাশিত ‘বিষের বাঁশী’
কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন।
উত্তরঃ মিসেস এম রহমান

প্রশ্নঃ ‘চন্দ্রবিন্দু’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
উত্তরঃ গল্প
প্রশ্নঃ ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
উত্তরঃ কাব্যগ্রন্থ।
প্রশ্নঃ নারী কবিতাটি কে লিখেছেন ?
–কাজী নজরুল ইসলাম ।
প্রশ্নঃ আবুল মনসুর আহমদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভূমিকা রচনা করেছেন?
উত্তরঃ আয়না
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম করুন।
উত্তরঃ ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতাটি কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস।
প্রশ্নঃ ১৯৩০ সালে কোন কবিতার জন্য নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
উত্তরঃ প্রলয় শিখা
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
উত্তরঃ শিউলীমালা
প্রশ্নঃ ‘সাম্যবাদী’ কাজী নজরুলের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ কবিতা, ১৩৩২ বঙ্গাব্দে ১লা পৌষ ‘লাঙ্গল’
পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
প্রশ্নঃ ‘আমি সৈনিক’ রচনাটি কবি নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভূক্ত।
উত্তরঃ দুর্দিনের যাত্রী।

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী এবং কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ অগ্নিবীণা, ১৯২২ সালে প্রকাশিত হয়।
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের দুটি অনুবাদ গ্রন্থের নাম করুন।
উত্তরঃ রুবাইয়াৎ-ই-হাফিজ (১৯৩০) ও রুবাইয়াৎ-ই- ওমর খৈয়াম (১৯৬০)।
প্রশ্নঃ এ পর্যন্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
উত্তরঃ ৫১টি
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
উত্তরঃ সঞ্চিতা।
প্রশ্নঃ কাজী নজরুলের ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ লাঙ্গল।
প্রশ্নঃ নজরুল সাহিত্যের লক্ষণীয় বৈশিষ্ট্য কী?
উত্তরঃ সংস্কার ও বন্ধন মুক্তি
প্রশ্নঃ কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ
হন?
উত্তরঃ ১৯২৪ সালে
প্রশ্নঃ ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কী কী প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক
বৎসর কারাবণ করতে হয়?
উত্তরঃ আনন্দময়ীর
আগমনে কবিতা এবং ‘বিদ্রোহীর কৈফিয়াৎ’ প্রকাশের জন্য।
প্রশ্নঃ নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়।
উত্তরঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
প্রশ্নঃ বাংলা একাডেমী প্রাঙ্গণে দুটি বৃক্ষ আছে। তার একটি রবীন্দ্রনাথের নামে অপরটি কার নামে?
উত্তরঃ কাজী নজরুল ইসলামের নামে।
প্রশ্নঃ ‘যাকে হাত দিয়ে মালা দিতে পার নি’- এই
বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য
করে রচনা করেছেন?
উত্তরঃ নার্গিসকে।
প্রশ্নঃ নার্গিসের বাড়ি কোথায়?
উত্তরঃ কুমিল্লা জেলার দৌলতপুরে।

প্রশ্নঃ নজরুল ইসলামের রচনা দুটো ঐতিহ্য একই মিলন মোহনায় এসে মিসেছে। ঐতিহ্য দুটো কী?
উত্তরঃ মুসলিম ঐতিহ্য এবং হিন্দু ঐতিহ্য।
প্রশ্নঃ মুসলিম ও হিন্দু এতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে তিনি তাঁর ছেলের নাম কী রাখেন?
উত্তরঃ কৃষ্ণ-মোহাম্মদ
প্রশ্নঃ নজরুল মায়ের মত সম্মান করতো কোন মহিলাকে?
উত্তরঃ বিরজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে।
নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।


রবীন্দ্রনাথ

—————————————

১। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন >> ১৯২৬সালে
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি?
– The Meaning of Art

3.ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি?
-The Rule of the Giant
4.রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৩৬সালে
5. আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে ’ এই রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?
– ১৯২৬সালে ১০ ফে: তত্কালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা
.
৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবিতা রচনা করেছিল?
–বাসন্তিকা (প্রথম পঙক্তি>>>> এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়। )
.
রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল?
-৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী; দিকশূন্য ভট্টাচার্য ; নবীন কিশোর শর্মণ:; ষষ্ঠীচর দেবশর্মা
;বাণীবিনোদ বিদ্যাবিনোদ; শ্রীমতি কনিষ্ঠা , শ্রীমতি মধ্যমা।
.
কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
– রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় িইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)

.
’বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে?
-রবীন্দ্রনাথ
.
১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
– সোনার তরী
.
লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন ?
–রবীন্দ্রনাথ (২৯৮টি)
.
রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?
– চু চেন তান
.
রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৩৬সালে
.
রবীন্দ্রনাথ কেঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
-১৯৪০সালে
.
রবীন্দ্রনাথ কে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
-১৯১৩সালে
.
রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?
– শেষ বয়সের প্রিয়া ।
.
আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?
– ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ করেন পূরবী কাব্য)

.

‘’আজি এ প্রভাতে রবির কর
/ কেমনে পশিল প্রাণের পর ’’পঙক্তিটি কার ?
– রবীন্দ্রনাথ ঠাকুর। (নির্ঝরের স্বপ্ন ভঙ্গ).
শান্তিনিকেতন / ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?
– ১৯০১সালে । (কলকাতার অদূরে বোলপুরে।
.
হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উত্সবের সূচনা করেন ?
– রাখিবন্ধন ।
.
‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’ উক্তিটি কার ?
– রবীন্দ্রনাথের।
.
রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?
– সঞ্চয়িতা
.
রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উত্সর্গ করেন ?
-বসন্ত(গীতিনাট্য ) নজরুল রবীকে > সঞ্চিতা
.
রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?
– ১৩টি।

.
রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?
– পিরালি ব্রাহ্মণ
.
পারিবারিক উপাধী ?
– কুশারী
.
রবীন্দ্রনাথ তাঁর পিতামাতার চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র।
গীতাঞ্জলি প্রকাশ হয় > ১৯১০ সালে (নোবেল পুরস্কার ১৯১৩সালে)Songs of offerings নামে প্রকাশিত > ১৯১২সালে.
গীতাঞ্জলি‘ র ভূমিকা লেখেন > ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস
১৯০৫সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান >> ‘বাংলার মাটি বাংলার জল।’
আমার সোনার বাংলা — রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস> করুণা, ১৮৭৭-৭৮
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ> ‘কবিকাহিনী(১৮৭৮)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য> ‘বাল্মীকি প্রতিভা(১৮৮১)
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ> য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস > বৌঠাকুরাণীর হাট( ১৮৮৩)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ>> ‘বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস> চোখের বালি
রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম >> ‘জীবন স্মৃতি ও ছেলেবেলা
রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম> ‘শব্দতত্ত্ব

প্রথম ছোট গল্প >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ভিখারিনী
প্রথম উপন্যাস >>>>>>>>>>>>>>>>>>>>>>>>> করুণা
কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন> ‘চার অধ্যায়
রবীন্দ্রনাথ নাইট উপাধি পান > ১৯১৫ সালে ।ত্যাগ করেন > ১৯১৯ সালৈ।
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন> >> মহাত্ম গান্ধী
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন> >> বহ্মবান্ধব উপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন> >> ক্ষিতিমোহন সেন।
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন>চীনা কবি চি-সি-লিজন।
শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় > ২৪মার্চ, ২০০৪সালে।
বাংলা ছোটগল্পের জনক বলা > রবীন্দ্রনাথ ঠাকুরকে।

রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে > ব্রাজিল
রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে >>>>>>>>>>>>>> চীন ।
বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে> ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭আগস্ট, ১৯৯১সালে।
—————————-
১/ রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন ——–চয়নিকা
২/ রবীন্দ্রনাথ এর রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় পকাশ হয় ?———বালক পত্রিকা
৩/ রবীন্দ্রনাথ এর “উৎসর্গ” কি ?——১ টি কাব্য গ্রন্থ
৪/ গীতাঞ্জলী কয়টি গানের সংকলন?- —– (১৫৭ ) টি
৫/ রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী ? ———////নষ্টনীড়////
৬। রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপ্পনাসধরমি ? ——–“চতুরঙ্গ”
৭/ “চার অধ্যায়” কোণ ধরনের উপন্যাস ? ——রাজনৈতিক
৮/ রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ ? ——- “মুক্তধারা “

৯/ “কালান্তর” রবীন্দ্রনাথ এর কি ? —–ভারত বর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্দের সংকলন
১০/ রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা কোনটি ?———–সভ্যতার সঙ্কট।
১১/ রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্ত ? ——–বিশ্ব পরিচয়
১২/ রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি ?? ——১ টি কৌতুক নাটক ।
১৩/ রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি ? —— “জীবনস্মৃতি “।
১৪/ রবীন্দ্রনাথ এর নটির পূজা নাটকটি কন ধর্মের কাহিনী ? —–বুদ্ধ ধর্ম
১৫/ “ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ “ এটা কোন গদ্যরচনা এর লাইন ———–[সভ্যতার সংকট] ১৬/ ছিন্নপত্র কাঁকে লেখা চিঠি এর সমাহার —–ভাতিজি ইন্দিরা দেবী
১৭/ “পঞ্চভূত”” রবীন্দ্রনাথ এর কি ? —–প্রবন্ধ গ্রন্থ
১৮/ “সে”রবীন্দ্রনাথ এর কি ? —–গল্প গ্রন্থ
১৯/ রবীন্দ্রনাথ ৪ টি পত্রিকা সম্পাদনা করেন —–সাধনা+ভারতি+বঙ্গদর্শন + তত্ত্ববোধনী
২০/ মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্ত —- শেষ লেখা (১৯৪১) এবং ছড়া (১৯৪১)
২১.নটীর পুজা কার নাটক ?
– রবীন্দ্রনাথের
২২. রবীন্দ্রনাথের নাটক সমূহ
– রক্তকরবী, তাসের দেশ , ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা , চিরকুমার সভা , বৈকুন্ঠের খাতা, রাজা , অচলায়তন, বিসর্জন , প্রায়শ্চিত্ত ইত্যাদি।
২৩, নষ্টনীড় কি?
– রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোটগল্প।


Labels:

Wednesday, May 25, 2022

বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সার্কুলার (শূন্যপদের সংখ্যা ৬৮৪ টি)Bangladesh Railway Job Circular 2022

 Bangladesh Railway Job Circular 2022


Bangladesh Railway Job Circular 2022 has been posted as of late by using mastery over their authentic website www.railway.gov.bd. BR Job Circular 2022 offers later Govt Jobs. New Job Circular of Bangladesh Railway Jobs Circular observes additionally reachable regarding our bd jobs website BD Govt Job Net. Ministry regarding Railway Job Circular is nearly pleasing govt jobs round into Bangladesh. railway.gov.bd labor circular 2022 is certain over the excellent regimen jobs circular 2022. So study that fulfilled thesis as regards Bangladesh Railway Job Circular. Please take a look at who submitted is fit including your tutorial capability because of it Bangladesh Railway Ministry regarding Railways work round 2022. Then don’t advance to Bangladesh Railway Job apply. So like test the Bangladesh Railway Job Circular 2022.

Bangladesh Railway Job Circular 2022



Bangladesh Railway Job Circular 2022 – www.railway.gov.bd

Are you looking because of BR New Job Circular 2022? BR Bangladesh Railway has released an instant Jobs Circular because of partial category bare posts. Graduate pass, HSC pass, and Diploma omit candidates are eligible in imitation of sue BR Job Circular 2022. You may be brought a bright future by way of applying for Bangladesh Railway Jobs 2022. You may gain Bangladesh Railway Job Circular image, BR Admit Card Download, and Bangladesh Railway Exam Result 2022 at our BD Govt Job Net. We posted all sections regarding information as regards BR Job Circular. So sue at present yet find ready because BR Job Circular 2022.


Bangladesh Railway Job Circular 2022
Employer:Bangladesh Railway.
Post Name:See recruitment notice below.
Job Location:Anywhere in Bangladesh.
No. of Vacancies:153 + 53 posts.
Job Nature:Full time jobs.
Job Type:Govt Jobs.
Gender:Both males and females.
Age Limitation :18 – 30 years.
Educational
Qualifications:
Graduate pass, Diploma pass, HSC pass, SSC pass, Class Eight pass. See the railway job circular for more details.
Experience

Requirements:

See circular image below.
Salary:As per the government pay scale.
Other Benefits:As per government employment laws and Regulations.
Publish Date:30 March 2022.
Application Deadline:17 May 2022.
Company Information
Company NameBangladesh Railway.
Company Type: Government organization official
Official Website:www.railway.gov.bd.














আবেদন লিঙ্কঃ আবেদন করুন





Labels:

বিদ্যুৎ উৎপাদন সংস্থায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 Electricity Generation Company of Bangladesh Job Circular 2022

 Electricity Generation Company of Bangladesh job circular 2022: ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ (ইজিসিবি) তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের  বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। উক্ত পদে ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্যতা সম্পূন প্রাথীদেরকে আবেদনের জন্য জানানো যাচ্ছে । 




পদের নাম: ফোরম্যান

পদ সংখ্যা: ০৩ টি

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ।


পদের নাম: ফর্ক লিফট অপারেটর

পদ সংখ্যা: ০১ টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

 

পদের নাম: ক্রেন অপারেটর/ক্রেন ড্রাইভার

পদ সংখ্যা: ০২ টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।


পদের নাম: ওয়েল্ডার

পদ সংখ্যা: ০১ টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।


EGCB


আবেদন শুরুর সময়: ২৫ মে ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২২ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply

Labels:

Tuesday, May 24, 2022

Top Web 2.0 Sites You Can't-Miss in 2022

 Top Web 2.0 Sites You Can't-Miss in 2022

Top Web 2.0 Sites You Can't-Miss in 2022

The digital world is ever-changing and it’s difficult to keep up with the latest trends. With so many websites launching every day, it's hard for businesses to know which ones are relevant and will stand the test of time. If you’re looking for new sites that will give your company a boost in the coming years, we have you covered. Here are some of the top web 2.0 sites that you can’t miss in 2022.

Another Post:  5 Best free Movie Download website 2022

অন্যান  পোষ্ট:  ৫ টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট ২০২২

 

Blogging Platforms

Bloggers have become the new journalists in the digital age, so it's no surprise that blogging platforms have become some of the most popular websites. Blogging platforms allow anyone to share their thoughts and experiences with the world, whether they’re a professional writer or not. Some of the most popular blogging platforms include: - Medium: Medium is a blogging platform that allows anyone to write short articles, long-form pieces, or even a series of podcasts or videos. The Medium community is massive and there’s a great deal of potential for businesses looking to start a blog on this platform. - Blogspot: Blogspot is another popular blogging platform where you can create your own blog. It can be a great place to start if you have some writing experience, but it does have a more basic layout than some of the other platforms. - Tumblr: Tumblr is more than just a blogging platform — it’s a social network as well. However, it’s also a great place to start a blog. There are some limitations on what you can write, but you can still get your ideas out there. - WordPress: WordPress is the most popular blogging platform in the world. It’s open to everyone and has a huge range of plug-ins and themes to help you create an amazing website. WordPress is always evolving to meet the needs of the latest trends and technologies.

 

Social Media Platforms

Social media has become an essential part of online marketing and it’s unlikely to ever go out of style. If you want to reach new audiences or increase visibility, social media is a great place to start. Some of the most popular social media platforms include: - Facebook: No list of top web 2.0 sites can go without mentioning Facebook. This social media platform has become a huge part of daily life for millions of people, making it a great place to start for any business. - Twitter: Twitter is quickly becoming one of the best places to share content, whether it be links or images, making it a great platform for marketing. - Instagram: Instagram is a visual-first platform, which makes it a great place to share images and photos. You can share product images, behind-the-scenes photos, or even nature photography to increase your visibility. - YouTube: YouTube has become the go-to platform for hosting and watching video content. It’s an excellent place to host video content or even live streams. You can also use it to host tutorials, product reviews, or other types of content. - LinkedIn: LinkedIn is a great place to share your company’s professional side. It’s generally less about selling products and more about building connections and helping others. - Snapchat: Snapchat is another visual-first platform that’s designed for sharing photos and videos with friends. You can also use it to host live stories.

 

Collaboration and Communication Tools

Communication is key for any business, whether you’re working with clients or employees. Collaboration and communication tools allow you to share files, notes, and calendars with others in your team. These tools are an essential part of any business, but some of the top web 2.0 sites are: - Trello: Trello is a great collaboration and communication tool. It allows you to create boards with a variety of different cards, making it easy to organize your work. You can also share boards with your colleagues, making it a great tool for remote teams. - Asana: Asana is another great team communication tool. It makes it easy to assign tasks, create projects, and keep track of your company’s goals. - Slack: Slack is a popular communication tool that’s used by many businesses. It’s designed to help you collaborate with your team and stay in the loop regarding your projects. - Zoom: Zoom is a great communication tool for businesses with remote workers. It’s easy to use and allows you to host video calls with your team. - Trello and Asana are both great for team communication. Slack is popular for more general communication, whereas Zoom is better for video calls.

 

e-Commerce Platforms

With consumers wanting to shop from the comfort of their homes, e-commerce platforms have become essential for businesses. If you’re looking for one of the top web 2.0 sites to launch your own store, here are some of the most popular e-commerce platforms: - Shopify: Shopify is one of the most popular e-commerce platforms out there. It’s easy to use and has everything you need to host an online store. - Wix E-commerce: Wix E-commerce is another great e-commerce platform. It’s easy to use and allows you to create an online store with a great design. - Squarespace E-commerce: Squarespace E-commerce is another popular e-commerce platform that’s easy to use and has no setup fees. - Etsy: Etsy is a great e-commerce platform for creatives and designers who want to sell their products online. It focuses on handmade goods, crafts, and vintage items. - BigCommerce: BigCommerce is another great e-commerce platform for businesses of all types. It’s easy to use, has no setup fees, and integrates with a variety of different software. - Shopify, Wix E-commerce, Squarespace E-commerce, Etsy, Big Commerce, and Shopify are all great e-commerce platforms. However, BigCommerce is our top recommendation.

 

Video Streaming Services

Video streaming services have become essential in the internet age. From watching the latest TV shows to live sports, video streaming services allow you to watch just about anything. Some of the most popular video streaming services include: - Netflix: Netflix is one of the most popular video streaming services out there. You can watch TV shows, movies, documentaries, and even original content. - YouTube TV: YouTube TV is another video streaming service that has become more popular in recent years. It allows you to watch live TV shows, sports, and even movies. - Twitch: Twitch is a live streaming service that’s hugely popular among gamers. It allows you to watch and host live streams from players who are streaming their gameplay. - Tik Tok: Tik Tok is one of the most popular music and video streaming services out there. It allows you to host live streams and even create your own music videos.

 

Conclusion

From blogging platforms to social media, collaboration and communication tools, and e-commerce platforms, there is plenty of top web 2.0 sites that you can’t miss in 2022. You can use these platforms to not only promote your brand, but to also share content with your audience. By doing so, you increase visibility, build brand loyalty, and can even drive leads. However, don’t just jump on any platform without doing your research. Make sure it’s a good fit for your brand and that you’re using it correctly to reach your goals.


Monday, May 23, 2022

৮ টি ভিটামিন সি জাতীয় ফল, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। 6 Vitamin C Fruits

6 Vitamin C Fruits

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। । আজকে আপনাদের সামনে আবার ও নতুন কিছু নিয়ে হাজির হলাম । তো বেশি  কথা না বলে চলুন এবার শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে ৮ টি ভিটামিন সি জাতীয় ফল সম্পর্কে  বলবো যা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।



ভিটামিন সির ভালো উৎস হলো– টকজাতীয় বিভিন্ন ধরনের ফল। গবেষকরা বলেন, একজন পূর্ণবয়স্ক নারীর প্রতিদিন ৭৫ মিলিগ্রাম ও পূর্ণবয়স্ক পুরুষের ৯০ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত।

ভিটামিন সি জাতীয় ফল তালিকা

ভিটামিন সি জাতীয় ফল

কমলা

পেঁপে

পেয়ারা

আনারস

লেবু

কলা

আমলকী

আঙুর

আসুন জেনে নেয়া যাক, কোন ফলে কতটুকু ভিটামিন সি-

অন্যান  পোষ্ট:  5 Best free Movie Download website 2022

কমলা

একটা কমলায় প্রায় ৭০ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। এই ফল ভিটামিন সির চমৎকার উৎস। কমলার মতো অন্যান্য ফল, যেমন মাল্টা বা জাম্বুরায়ও ভিটামিন সি অনেক। ১০০ গ্রাম মাল্টায় আছে ৩২ মিলিগ্রাম এবং ১০০ গ্রাম জাম্বুরায় আছে ৬১ মিলিগ্রাম ভিটামিন সি।

পেঁপে

ভিটামিন সি পেতে খেতে পারেন সহজলভ্য ফল পেঁপে, যা সারাবছরই বাজারে কিনতে পাওয়া যায়। পাকা পেঁপেতেও আছে বেশ ভালো পরিমাণে ভিটামিন সি। প্রতি ১০০ গ্রাম পেঁপেতে ৬০ মিলিগ্রামের মতো ভিটামিন সি পাবেন।

পেয়ারা

বর্ষার এই সময়ে বাজারে পাবেন পেয়ারা। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলে পাবেন (৫৫ গ্রাম ওজনের) ১২৫ মিলিগ্রাম ভিটামিন সি।

আনারস

আনারস এমন একটি ফল, যা সারাবছরই পাওয়া যায়। জ্বর, সর্দি-কাশি সারাতে খেতে পারেন এই ফল। আনারসের প্রতি ১০০ গ্রাম পরিমাণে ভিটামিন সির পরিমাণ ৪৭ মিলিগ্রামের মতো।

লেবু

দেশি সবুজ লেবুতেও ভিটামিন সি অনেক। ১০০ গ্রাম লেবুতে ৫৩ মিলিগ্রাম ভিটামিন সি পাবেন।

কলা

ওজন কমাতে ও ত্বক ভালো রাখার পাশাপাশি মলাশয়ের সুস্থতাও রক্ষা করতে পারে কলা। স্বাস্থ্য ভালো রাখতে কলার পুষ্টিগুণ সম্পর্কে সবাই জানেন। অন্ত্রের সুস্থতায় এর গুরুত্ব অনেক। তবে নিয়মিত কলা খাওয়া দেহে আরও নানাবিধ উপকার করে যা অনেকেরই অজানা।

আমলকী

ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। আমলকীতে প্রচুর ভিটামিন সি থাকে। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকীতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন 'সি' রয়ে

আঙুর

আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

খেয়াল রাখবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার অতিরিক্ত তাপে ও অনেকক্ষণ সেদ্ধ করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই ভিটামিন সি যুক্ত সবুজ শাক-সবজি অল্প তাপে সেদ্ধ করতে হবে বা তাজা কাঁচা অবস্থায় খেতে হবে।

এছাড়া গরমের এই সময়ে শরীরের পানির ঘাটতি হলে নিম্নরক্তচাপের সমস্যা দেখা দেয়। তাই শরীরের চাহিদামাফিক পানি পান করতে হবে। এ ছাড়া ডাবের পানি ও বিভিন্ন ফলের শরবত খেতে পারেন।


Google Search Keyword

"রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপায়"

"রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দোয়া"

"রোগ প্রতিরোধ ক্ষমতা কি"

"রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ"

"রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কেন"

"রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ"


Labels: , ,

১২ টি সাইকোলজিক্যাল হ্যাক যা আপনার জীবন বদলে দিব

 ১২ টি সাইকোলজিক্যাল হ্যাক যা আপনার জীবন বদলে দিব।

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। । আজকে আপনাদের সামনে আবার ও নতুন কিছু নিয়ে হাজির হলাম । তো বেশি  কথা না বলে চলুন এবার শুরু করা যাক। আজকে আমি আপনাদের ১২ টি সাইকোলজিক্যাল হ্যাক সম্পর্কে  বলবো যা আপনার জীবন বদলে দিব।

অন্যান  পোষ্ট:  5 Best free Movie Download website 2022

১২ টি সাইকোলজিক্যাল হ্যাক যা আপনার জীবন বদলে দিব

অন্যান  পোষ্ট:  ৫ টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট ২০২২

১.নিকটজনের সাথে ঝগড়ার পর বেশিক্ষণ রাগ করে থাকবেন না। যেকোনো ওজুহাতে কথা বলে দিন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

২.প্রত্যেক মানুষেরই ভালো খারাপ দুইটা দিক আছে। কেউ পুরোপুরি খারাপও না, কেউ পুরোপুরি ভালো ও না। কাউকে খারাপ মনে হলে, তার ভালো দিকগুলোকে বেশি বেশি মনে করুন । আর খুব বেশি খারাপ মনে হলে তার থেকে দূরে থাকুন। নিজেকে অশান্তির পরিবেশ থেকে সর্বদা সরিয়ে রাখুন।

৩.যে যেরকম তার সাথে ঐ রকম হন। এক্ষেত্রে অতি ভালো হতে গিয়ে প্রতিনিয়ত আঘাত সহ্য করে কষ্ট পাওয়াটা বোকামি। মোটকথা কেউ যেচে লাগতে এলে তাকে দুইহাত দেখিয়ে দিন। কেউ আপনার সাথে নাটক করলে,আপনি তার সাথে সিনেমা করে উচিত শিক্ষাটা দিয়ে দিন।

৪.বাবা মা স্বামী স্ত্রী সন্তান সহ নিকটজনদের অনেক অনেক ভালোবাসুন । যাতে জীবনটা সবসময়ই রঙীন হয়ে থাকে।

৫.নিজের শরীরচর্চা, রুপচর্চা সর্বদাই করুন। শুধু সৌন্দর্যের জন্যই নয়, বরং হীনমন্যতা দূর করার জন্য হলেও নিজেকে মার্জিত রাখা উচিত।

৬.সর্বোপরি জীবনটা সহজ সরল নয়, অনেক ক্ষেত্রে সেটা অনেক জটিল এবং বন্ধুর ও। তাছাড়া সবার জীবন সহজ সরল হবে এমনটা ভাবা ও ঠিক নয়। যে মানুষের উচ্চাকাঙ্ক্ষা আছে, স্বপ্নগুলো পূরন করতে একমাত্র সে – ই জানে জীবনটা তার কাছে কত কঠিন।

৭) কখনো নিজের লক্ষ্য কারো কাছে প্রকাশ করবেন না। এটি মস্তিষ্কে লক্ষ্য অর্জনের সমতুল্য প্রভাব সৃষ্টি করে।

৮) গাছপালার দ্বারা বেষ্টিত থাকলে মস্তিষ্ক কিছু বিশেষ কেমিক্যাল নি:সরণ করে যা মস্তিষ্কের চিন্তাশক্তি বাড়ায়। একারণে বাগানে হাটাহাটিও কিছু মানসিক চিকিৎসা পদ্ধতির অংশ।

৯) শিশুর সাথে মাতা-পিতার কথোপকথন তার মনের ভাষায় পরিণত হয়।

১০) ৭টি ইতিবাচক উক্তি একটি নেতিবাচক উক্তিকে নিষ্ক্রিয় করে।

১৩) আপনার স্বপ্নে আপনি কদাচিৎ মৃত্যুবরণ করবেন, যদি স্বপ্নে মৃত্যুবরণ করেন তাহলে আপনি জীবনে নতুন কিছু শুরু করেছেন।

১৪) স্বপ্ন আপনার এবং আপনার অবচেতন মনের মধ্যে কথোপকথন।

Labels: