Wednesday, January 20, 2021

সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍

 সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍





আমাদের বাংলা সিনেমার রয়েছে প্রাচীন  ও গোরবময় ইতিহাস । ১৯২৭ সালে বাংলার নবাব পরিবারে তরুনদের মাধ্যমে বাংলা সিনেমার যাএা শরু হলে  ও ১৯৫৭ সালে আবদুল জব্বারের পরিচালনায় মুখ ও মুখোশ ছবির মাধ্যমে বাংলা সিনেমার আনুষ্ঠানিক যাএা শরু হয়  এর পর থেকে বাংলা সিনেমাকে আর থেমে থাকতে হয়নি, সময়ের আবর্তনে বাংলা সিনেমায় যুক্ত হয়েছে অসংথ্য সোনালে পালক । আর সেই সব সোনালে পালক থেকে সেরা ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা খুজে বের করে এনেছি আমরা । আর কথা না বলে  চলুন দেখে আসা যাক  সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍কোনগুলো । 


সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍(TOP 10 BANGLA CENAMA)

১ জীবন থেকে নেওয়া 

২ সীমানা পেরিয়ে 

৩ ছুটির ঘন্টা 

৪ তিতাস একটি নদীর নাম 

৫ মাটির ময়না

৬ সাত ভাই চম্পা 

৭ দীপু নাম্বার টু

৮ মনপুরা 

৯ আয়নাবাজি 

১০ অজ্ঞাতনামা 


১ জীবন থেকে নেওয়া 

সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍

জীবন থেকে নেওয়া চলচ্চিএ ১৯৭০ সালের এপ্রিল মাসে মুক্তি পাই । এই ছবিটি পরিচালনা করেছে বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালক জহির রায়হান  ।  এই সিনেমায় অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন, প্রমুখ । এই ছবিটির কাহীনি গড়ে উঠেছে মূলত গ্রাম বাংলার  এক অতি সাধারণ পরিবারকে কেন্দ্র করে ।  এই সিনেমায় আমার সোনার বাংলা গানটি চিএায়িত হয়েছিল যা পরে বাংলাদেশের জাতীয় সঙ্গিত এর মর্যদা লাভ করে । 


২ সীমানা পেরিয়ে 

এই  ছবিটি ১৯৭৭ সালে মুক্তি পায় । এই ছবিটি পরিচালনা করেছেন আলমগীর কবির । এতে অভিনয় করেছেন  বুলবুল আহমেদ, জয়শ্রী কবির মায়া হাজারিকা, কাফী খান, গোলাম মোস্তফা ও তনুজা । সীমানা পেরিয়ে  ছবিটি ১৯৭৭ সালে এ শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান । এছাড়াও  ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট-এর "বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্র" তালিকায় স্থান পেয়েছে । এই সিনেমাটি  ১৯৭০ সালে উপকূলীয় অঞ্চলে এক ভয়াবহ জলোচ্ছ্বাস কে কেন্দ্র করে তেরি করা হয়েছে । এই সিনেমাতে দেখানে হয়েছে  একজন তরুণ ও একজন তরুণী  একটি অজানা দ্বীপে বেচে থাকার জীবন কাহীনি । 

৩ ছুটির ঘন্টা 


 ছুটির ঘন্টা ১৯৮০ সালে মুক্তি প্রাপ্ত  একটি শিশুতোশ বাংলা চলচ্চিএ ।  এই সিনেমাটি পরিচালনা করেছেন আজিজুর রহমান । এতে অভিনয় করেছেন শিশু শিল্পি সুমন এবং অন্যান চরিত্রে নায়ক রাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, এবং এ টি এম শামসুজ্জামান । ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে সকলের অজান্তে তালা বন্ধ হয়ে আটকে পড়ে একটি ১২ বছর বয়সের ছাত্র। আর তালা বন্ধ বাথরুমে দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার প্রতিক্ষার মধ্যে দিয়ে হৃদয় বিদারক নানা ঘটনা ও মুক্তির কল্পনায় ১০ দিন অমানবিক কষ্ট সহ্য করার পর কিভাবে একটি নিষ্পাপ কচি মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে এমনই একটি করূন দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবিতে

৪ তিতাস একটি নদীর নাম 

সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍


 তিতাস একটি নদীর নাম  এই  সিনেমাটি ১৯৭৩ সালে মুক্তি পায় । এই ছবিটি পরিচালনা করেছেন ঋত্বিক ঘটক । এতে অভিনয় করেছেন প্রবীর মিত্র, রোজী সামাদ, কবরী ও গোলাম মুস্তাফা ।  এই ছবিটি  অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম অবলম্বনে  নির্মিত করা হয়েছে।

৫ মাটির ময়না




মাটির ময়না ছবিটি ২০০২ সালে মুক্তি প্রাপ্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ‍ ভিওিক একটি নাট্য চলচ্চিএ । এটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ । এতে মূল চরিত্রে অভিনয় করেছেন  নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং লামিসা আর রিমঝিম । এই সিনেমাটি ২০০২ সালের জাতীয় চলচ্চিএ পরুষ্কার পান । 


৬ সাত ভাই চম্পা 

সাত ভাই চম্পা  হলো বঙ্গীয় আজ্ঞলের জনপ্রিয় একটি রূপকথার গল্প । এই গল্পটি প্রথম প্রকাশিত  হয় ১৯০৭ সালে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি নামক রূপকথার বইয়ে । পরে ১৯৬৮ এই গল্প নিয়ে  একটি বাংলা সিনেমা তৈরি করা হয় । ছবিটি পরিচালনা করেছেন দীলিপ সোম  এবং এতে অভিনয় করেছেন কবরী ও খান আতাউর রহমান। চলচ্চিত্রটিকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট সর্বকালের সেরা দশটি বাংলা চলচ্চিত্রের মধ্যে স্থান দিয়েছে ।


৭ দীপু নাম্বার টু


 দীপু নাম্বার টু সিনেমাটি ১৯৯৬ সালে মুক্তি পায় । এটি  মুহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার টুদীপু নাম্বার টু নামের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত করা হয়েছে  । ছবিটি পরিচালনা করেছে মোরসেদুল ইসলাম । ছবিটিতে অভিনয় করেছেন অরুন ছাড়া বুলবুল আহমেদ, ববিতা, আবুল খায়ের, গোলাম মুস্তাফা, শুভাশীষ এবং আরও অনেকে ।

৮ মনপুরা 


মনপুরা সিনেমা ২০০৯ সালে মুক্তি পায় । বাংলাদেশের ব্যবসায় ছবিগুলোর মধ্যে এটি । এই সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম এবং এটি তার নির্মিত প্রথম বাংলা চলচ্চিএ । এই সিনেমায় অভিনয় করেছেন  চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, মামুনুর রশীদ, শিরীন আলম, ফজলুর রহমান বাবু,মনির খান শিমুল । এই ছবিটি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার  এবং ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করেন ।


৯ আয়নাবাজি 


আয়নাবাজি  বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সিনেমারগুলোর মধ্যে একটি । এটি ২০১৬ সালে মুক্তি পায় এই ‍ সিনেমাতে মূলত একজন অপরাধির  চরিএ ফুটিয়ে তুলা হয়েছে । এই সিনেমাটি ২০১৮   সালে জাতীয় চলচ্চিএ পরুষ্কার এবং ১৯ তম মেরিল প্রথম আলো পরুষ্কার লাভ করেন । এই সিনেমায় অভিনয়  করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা,পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, বাদশা আর ও অনেকেই ।


১০ অজ্ঞাতনামা 


সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍



অজ্ঞাতনামা ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী  নাট্য চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। এটি তার পরিচালিত চতুর্থ চলচ্চিত্র। সিনেমাটি ২০১৫ সালে একুশে বইমেলায় নিজের প্রকাশিত অজ্ঞাতনামা বইয়েরই চলচ্চিত্রায়ন। মানবপাচারের কাহিনী নিয়ে নির্মিত এই ছায়াছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, নাজমুল হুদা বাচ্চু, মোমেনা চৌধুরী ও নিপুণ আক্তার।










 

Labels:

Thursday, January 14, 2021

জনপ্রিয় ৫ টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট ২০২২ (5 Popular Copyright Free Image Download Websites 2022 SQtipsBD )

 কপিরাইট ফ্রি ইমেজ





বর্তমানে যার ইউটিউবে বা ব্লগ  এ কাজ করতেছেন বা করতে যাচ্ছেন তাদের আনেক সময় ইমেজের প্রয়োজন হয় । কিন্তু চিন্তার বিষয় তারা কপিরাইট ফ্রি ইমেজ খুজে পান্না এতে করে তাদের ব্লগিং বা ইউটিউবিং এ আনেক সমস্যা হয় । আজ থেকে আপনাদেরকে আর ফ্রি ইমেজ নিয়ে চিন্তা করতে হবেনা, কারণ আজকে আমরা  ৫টি জনপ্রিয় কপিরাইট ফ্রি ইমেজ  ডাইনলোড ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবো । এই সাইট গুলো থেকে আপনি ফ্রিতে ইমেজ ডাইনলোড  করতে পারবেন এবং আপনার ব্লগ বা ওয়েবসাইট  এ ব্যবহার করতে পারবেন । এই ইমেজ ব্যবহারে ফলে আপনাকে কোনো রকম কপিরাইট বা আইনি জামেলায় পরতে হবে না । তো আর কথা না বলে চলুল শরু করা যাক কোন সাইটগুলো থেকে আপনে ফ্রিতে ইমেজ  ডাউনলোড  করতে পারবেন । 

জনপ্রিয় ৫ টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট (Top 5 free images downloading website)

১  Pexels

২ Unsplash

৩ Morguefile

৪ Rawpixel

৫ Pixabay


১  Pexels

প্রথমে যে সাইটটি নিয়ে আলোচনা করবো তা হল পিক্সেল । এ সাইটটি বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ওয়েবসাইট ফ্রিতে ইমেজ ও ভিডিও ডাউনলোড  করার জন্য । এখান থেকে আপনি সহজে ফ্রিতে আপনার পছন্দমত   ইমেজ ও ভিডিও ডাউনলোড  করে আপনার ব্লগ বা সাইটে ব্যবহার করতে পারবেন । এই সাইট থেকে ইমেজ বা ভিডিও ডাউনলোড  করার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না এবং কোনো প্রকার একাউন্ট  ও করতে হবে না । এখান থেকে আপনি যে কোনো ধরণে বা কোয়ালিটির ছবি ডাউনলোড  করতে পারবে । 

২  Unsplash

দিত্বীয় আবস্থানে যে সাইটটি  আছে তাহল Unsplash । বর্তমানে ব্লগারদের কাছে জনপ্রিয় সাইট হল এটি । এই ওয়েবসাইটে বর্তমানে প্রায় ৩ লক্ষ  এর বেশি ইমেজ   ও ৫০ হাজারের ও বেশি কন্ট্রিবিউটর আছে । এই সাইট টাকার বিনিময়ে ইমেজ বিক্রি করে না এখানে সম্পণ ফ্রিতে ইজেম ডাউনলোড করা যায় । এ সাইটে প্রতিদিন নতুন নতুন ছবি যুক্ত হচ্ছে । এখান থেকে আপনি খুব সহজে আপনার পছন্দের ছবি খুজে নিতে পারবেন ।  এখান থেকে  ডাউনলোড  করা ছবিগুলো আপনি আপনার ব্লগ, ওয়েবসাইট বা আপনার বন্ধদের সাথে শেয়ার করতে পারবেন এর জন্য Unsplash কে  কোনো ক্রেডিট দিতে হয় না ।

৩  Morguefile

তৃত্বীয় আবস্থানে যে সাইটটি  আছে তাহল Morguefile । এই সাইটি অন্যান সব সাইটের থেকে  আলাদা  এটি  Unsplash কিংবা  Pexels এর মত নয় । এখানে আপনি খুব সাধারণ মানুষের এবং প্রতিদিনে নানা কাজ কর্ম বা বিষয়ের ইমেজ পাবেন । যেমন ধরুণ আপন কারো সাথে একটা ছবি তুলেছেন এবং তা গুগলে শেয়ার করেছেন এই সব ছবিগুলো আপনি খুব সহজে এই সাইট থেকে খুজে নিতে পারবেন যা কিনা কপিরাইট  ফ্রি ।


৪ Rawpixel

৪র্থ আবস্থানে যে সাইটটি  রয়েছে তাহল Rawpixel । এই সাইটটি তার বিশাল ইমেজ স্টোক এর জন্য বিশ্বব্যাপি খুব জনপ্রিয় । ওয়েবসাইটটি থেকে আপনি শধু যে ইমেজ বা ছবি ডাউনলোড  করতে পারবেন তা নয় এখান থেকে আপনি ভেক্টর ,PSD, mockups ইত্যাদি ফ্রিতে ডাউনলোড  করতে পারবেন  । এটি মূলত একটি কমিউনিটি ভিওিক ইমেজ শেয়ারিং ওয়েবসাইট । এখানে হাজার হাজার ফটোগ্রাফার প্রতিনিয়ত তাদের ছবিগুলো শেয়ার করে । তাই এখানে আপনি ফ্রিতে প্রচুর পরিমান হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড  করতে পারবেন এবং তা আপনার প্রয়জোন মত যে কোনো জায়গাই ব্যবহার করতে পারবেন এতে কোনো প্রকার সমস্যা হবে না । 


৫ Pixabay

এই সাইট থেকে ইমেজ ডাউনলোড  করতে  আমি বেশি পছন্দ করি । এই সাইটের সংগ্রহে রয়েছে দারুন সব হাই কোয়ালিটি ইমেজ । কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায় বলে এই সাইটটি ব্লগার বা কন্টেনমার্কেটারদের কাছে যেন এক ছবির স্বর্গরাজ্য । ওয়েবসাইটে ঢোকার পর আপনি আপনার পছন্দ মত ক্যাটাগরি এবং সাইট সিলেক্টট করতে পারবেন । এই সাইটের ছবিগুলা সাধারণত ডিজিটাল মার্কেটার বা যারা ব্লগিং করে তারা বেশি ব্যবহার করে থাকে । এই সাইটের আর একটি সুবিধা হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতে ভেক্টর ইমেজ এবং ইলাস্ট্রেশন ডাউনলোড করতে পারবেন । 


উপরের সব সাইটগুলো থেকে আপনি ফ্রিতে  যে কোনো ধরণের ইমেজ নিতে পারবেন এবং ব্লগে বা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন । যখন এই আটিকেলটি লেখা হচ্ছিল তখন এগুলো থেকে ফ্রিতে ইমেজ ডাউনলোড করা যাচ্ছিল । তাই আপনি যখন এখান থেকে ইমেজ ডাউনলোড  করবেন তখন এদের পোলেসিগুলো পড়ে নিবেন । 

Labels:

Sunday, January 10, 2021

আনলাইনে আয় করার জন্য জনপ্রিয় ৫ টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট (To 5 freelancing websites 2022)sqtipsbd





বর্তমানে সময়ে ইন্টারনেট শধু ছবি দেখা, ফেসবুকে বন্দুদের সাথে চ্যাটিং করা আর  ইউটুইবে ভিডিও দেখার মধ্যে সীমাবদ্ধ নায় । এখন আমরা  ইন্টারনেট থেকে আয় ও করতে পারি , তার মধ্যে আয় করার সবথেকে সেরা মাধ্যম হচ্ছে  ফ্রিল্যান্সিং করে আয় করা ।  ফ্রিল্যান্সিং  করে আয় করার জন্য আপনে ইন্টারনেটে অনেক ফ্রিল্যান্সিং  সাইট পাবেন । এই সব সাইটে কাজ করার মাধ্যমে আপনে টাকা আয় করতে পারবেন । আমরা ‍এই আটিকেলে তেমন কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেগুলো থেকে আপনে সহজে আয় করতে পারবেন । এই সব ওয়েবসাইট বিশ্বের হাজার হাজার মানুষ কাজ করে ডলার আয় করতেছে । ফ্রিল্যান্সিং এ কাজ করার দিক দিয়ে বাংলাদেশের আবস্থান দ্বিতীয়  । আপনি ঘরে বসে, পরিবারে সাথে খেকে এই সাইটগুলোতে কাজ করতে পারবেন । এই পোষ্টের মাধ্যমে আপনি বিশ্বের জনপ্রিয় ৫ টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন ।

৫ টি জনপ্রিয়  ফ্রিল্যান্সিং ওয়েবসাইট (To 5 freelancing websites)

১ Fiverr.com
২ Upwork.com
৩ Freelancer.com
৪ PeopleperHour.com
৫ Anytask.com


১ Fiverr.com

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়  ওয়েবসাইট হল Fiverr । বর্তমানে নতুনরা Fiverr মাধ্যমে  তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতেছে । বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ Fiverr এ কাজ করে ডলার ইনকাম করতেছে ।  আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার Fiverr এর মাধ্যমে শুরু করতে পারেন । 

এই সাইটে আপনি সর্বনিন্ম ৫ ডলার আপনার কাজের জন্য আফার করতে পারেন । এই সাইট থেকে আপনি হাজার হাজার ডলার আয় করতে পারবেন যদি আপনার কজের ভাল দক্ষতা থাকে  ।

এইখানে কাজ করার জন্য আপনাকে প্রথমে একটা ভাল গিগ তৈরি করতে হবে, যাতে করে বাইয়ারা আপনাকে সহজে খুজে পাই এবং কাজের জন্য আফার করতে পারে ।

ফাইভারে আপনি নানা রকমের কাজ পাবেন যেমন লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন, ব্লগ পোস্ট,ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ডাটা এন্টি ইত্যাদি । যদি আপনার এই সব কাজে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সহজে এখান থেকে আয় করতে পারবেন । 

এখানে আপনি ঘন্টা হিসাবে কাজের জন্য টাকা পাবেন না । আপনি গিগে যা অফার করবেন  তাই পাবেন । ফাইভার থেকে আপনে ব্যাংকে, পেপাল বা পেইনিয়ারের মাধ্যমে আপনার টাকা উওোলন করতে পারবেন । 

 

২ Upwork.com

বর্তমান সময়ের সবচেয়ে বৃহওম ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হল Upwork । আপওয়ার্ক এ বর্তমানে সবচেয়ে বেশে সংখ্যক মানুষ কাজ করতেছে ।

কয়েক বছর আগে, দুটি জনপ্রিয় অনলাইন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম এল্যান্স এবং ওডেস্ক একত্রিত হয়ে আপওয়ার্ক তৈরি হয়েছিল। সংস্থার মতে এটি বিশ্বের শীর্ষ প্রতিভাশালী স্বতন্ত্র পেশাদারদের সাথে নিয়োগ এবং কাজ করার জন্য শীর্ষস্থানীয় সংস্থাগুলির "প্রিমিয়ার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট"।

আপওয়ার্ক এ বর্তমানে 12 মিলিয়নেরও বেশি নিবন্ধিত ফ্রিল্যান্সার এবং 5 মিলিয়নেরও বেশি নিবন্ধিত ক্লায়েন্ট রয়েছে। এটি বার্ষিক 3 মিলিয়ন চাকরি পোস্ট করে এবং বার্ষিক ভিত্তিতে 1 বিলিয়ন ডলারের কাজ করে। আপওয়ার্ক  আপনার কাজের ২০% কমিশন হিসাবে কিটি রাখে । তাই বিড করার সময় priced  এ দিখে লক্ষ রাখবেন ।


৩ Freelancer.com

এ সাইটটি হচ্ছে সবচেয়ে পুরাতন এবং জনপ্রিয়  ফ্রিল্যান্সিং সাইট । এ সাইটটি ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত মার্কেটে টিকে আছে । এই খানে বর্তমানে 49,615,861 Registered Users কাজ করতেছে  এবং প্রতিদিন 19,192,065 Jobs পোষ্ট করা হয় । এইখানে  বিড করে এবং কনটেস্ট এ অংশগ্রহণ করার মাধ্যমে কাজ নেতে পারবেন । 

এই সাইটে আপনি যে ধরণের কাজ পাবেন তাহল মোবাইল  অ্যাপ ডেপোলাপমেন্ট, ডিজিটাল মার্কেটিং,  SEO ইত্যাদি নানা ধরণের কাজ পাবেন ।

এখান থেকে প্রতিমাসে আপনে ৮ টি করে বিড ফ্রিতে পাবেন তাই বিড ভালভাবে করতে চেষ্টা করবেন ।

 

৪ PeopleperHour.com

এই সাইটটি ২০০৭ সালে লন্ডনে লজ্ঞ হয় । এখানে বর্তমানে ১৫ লক্ষের ও বেশি ফ্রিল্যান্সার কাজ করতেছে । এই সাইট টি নতুন ফ্রীলান্সার দের জন্য কিন্তু অনেক  কম্পেটিশন আছে।তবে আপনার প্রাইস(fee) যদি একটু কম রাখনে এবং কাজ যদি ভাল পারেন তাহলে কাজ পেতে সময় লাগবে না।

পিপল্পহর একটি উচ্চমানের এবং বিশ্বাসযোগ্য ফ্রিল্যান্স ওয়েবসাইট যেখানে আপনি আপনার স্থানীয় অঞ্চলে দূরবর্তী আউটসোর্সার এবং কর্মীদের নির্বাচন করতে পারেন। আপনি তালিকাভুক্ত অনেক বিভাগগুলির মধ্যে একটিতে আপনার দক্ষতা প্রয়োগ করতে আগ্রহী হলে আপনি ঠিকাদারও নিয়োগ করতে এবং অতিরিক্ত আয়ের উত্স হিসাবে সাইটটি ব্যবহার করতে পারেন।


৫ Anytask.com

এই সাইটটি ২০২০ সালে বাজারে আসছে এখানে তাই প্রতিযোগি অনেক কম । নতুনরা খুব সহজে এই সাইট থেকে কাজ পেতে পারে  । এই সাইটা দেখতে অনেকটা ফাইভারের মতো এখানে গিগ এর পরিবর্তে টাস্কস দিতে হয় । এখানে কাজে সর্বনিম্ন প্রাইস হচ্ছে ১ ডলার এবং এখানে কাজের জন্য কোনো কমিশন কাটা হয়না । এখান থেকে আপনি ব্যাংক বা পেপাল এর মাধ্যমে টাকা উওোলন করতে পারবেন । 

Labels:

Wednesday, January 6, 2021

5 Best free Movie Downloading website 2022 sqtipsbd

Hello friend, I hope you will be fine. Today I am discuss with you top 5 free movie download website 2021. So no more discuss lest's Start now.

অন্যান পোষ্টঃ সর্বকালের সর্বশ্রেষ্ট ১০ টি জনপ্রিয় বাংলা সিনেমা ‍


অন্যান পোষ্টঃ Free bangladeshi movie download site

   

1 MOVIEZMP420.COM






Moviezmp420 is the best movie downloading's website in 2021. The website provided you to  download new Hollywood, Bollywood, south Indian movie, Webseries, TV show free. You can visit this website and Download any language movie as Hinde, English, Tamil etc. You visit this website and search your favorite movie and download easily . This website provided to mp4movie hdmovie etc. This website update any new release movie so you can download any movie first and watch .

2 .MOVIESPAPA.PHOTO 


The second Best movie downloading website in 2021 is Moviespapa. It's a very nice a beautiful website. If you went to download china movie, Korean movies, tv shows, etc you can now visit moviespapa and download your favorite movie and tv show.  

3. MLUBD.COM

MLUBD is another best movie downloading website in 2021. You can easily download any Hollywood, Bollywood, Italian, or Pakistan movie on this site. you can download movie with free

4 . SKYMOVIESHD.COM

SKYMOVIESHD is another best movie downloading website in 2021. It is provided to best and new china movies, japan movies, Hollywood, and Tollywood movie on this site

5. MOVIESMING.BIZ

5 and least movie downloading website is MOVIESMING. It is a great and very nice website to download movie. you can visit this website and download any movie. it is uploaded any with firstly.



# Best 5 free Movie Downloading website 2021   sqtipsbd






Labels:

Sunday, January 3, 2021

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক সবচেয়ে জনপ্রিয় ৪টি গেমস (Bangladesh Liberation War most popular games)

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক সবচেয়ে জনপ্রিয় ৪টি গেমস


আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ !!!আশা করি সবাই ভালো আছেন।

আজকে আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে হাজির হলাম । আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক সবচেয়ে জনপ্রিয় ৪টি গেমস  সম্পর্কে বলবো । যে গেমসগুলো খেললে খুব মজা পাবেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবেন ।

১  Heroes Of 71 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক সবচেয়ে জনপ্রিয়  গেমস  Heroes Of 71 । এই গেমসটি তৈরি করেছেন Mindfisher Games Inc । দেশকে শত্রুমুক্ত করার সাধ ‘হিরোজ অব ৭১’ খেলে একটু হলেও মেটানো যাবে! এই গেমে আপনি নিজেই হতে পারেন একাত্তরের একজন নায়ক। ১৯৭১ সালে ১৫ সেপ্টেম্বর। মধুমতী নদীর কোল ঘেঁষে বরিশালের প্রত্যন্ত গ্রাম শনিরচর। শামসু, বদি, তাপস, সজল, কবির—পাঁচজনের দলটির অভিযান এই গ্রামেই। সেখানে পাকিস্তানিরা ক্যাম্প করে আস্তানা গড়েছে, তাদের কাছ থেকে স্কুলঘরের ক্যাম্পটা দখল করতে হবে। দলের নেতা শামসু, তার নামেই এই খুদে গেরিলা দলের নাম ‘শামসু বাহিনী’। এক রাতে গেরিলা দল অতর্কিতে হামলা করে ক্যাম্পে। মেশিনগান আর গ্রেনেডের মুখে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পালিয়ে যায়। কিন্তু শামসুরা জানে, একটু পরে শত্রুরা আরও দলে ভারী হয়ে ফিরে আসবে। পাঁচজন মিলে খুব বেশিক্ষণ ক্যাম্পের দখল রাখতে পারবে না। আরও বড় দলের সাহায্য তাদের লাগবেই। ঠিক হয়, বদি যাবে কাছে মুক্তিযোদ্ধাদের আরেকটি দলকে নিয়ে আসতে। আর ততক্ষণ পর্যন্ত শামসু, সজল আর তাপস আটকে রাখবে পাকিস্তানি বাহিনীকে। হিরোজ অব ৭১ গেমের শুরু এখান থেকেই। মুক্তিযোদ্ধার ভূমিকায় থাকবেন আপনি।

  
২ Mukti Camp
Mukti Camp বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিওিক ২য় সবচেয়ে জনপ্রিয়  গেমস । এই গেমসটি তৈরি করেছেন Mindfisher Games Inc । এই গেমের মাধ্যমে আপনি দেখতে পাবেন একটি সুন্দর বাংলাদেশী পল্লী । এই পল্লীতে সব  মুক্তিযুদ্ধারা আবস্থান করবে । এই গেমের ধরণ হল স্ট্র‍্যাটিজিক ।



৩. War 71 : The First Defence
যুদ্ধ 71১: প্রথম প্রতিরক্ষা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রথম উন্মুক্ত বিশ্ব খেলা 1971 ১৯ Police১ সালের ২৫ শে মার্চ পাক আর্মি রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ প্রথম ছিল। রাজারবাগ পাক আর্মির প্রথম টার্গেট ছিল তাই সেখান থেকে প্রথম প্রতিরক্ষা শুরু হয়েছিল। যুদ্ধ 71 প্রথম ভিআর গেমস। যুদ্ধ 71 আপনাকে সেই সময়ের লাইভ অনুভূতি দেবে।


৪.Adommo Ekattor

একটি ছোট জাতি যখন তাদের জমি ছেড়ে দিয়ে তাদের দাস হওয়ার জন্য বৃহত শত্রু শক্তির দ্বারা হুমকির মুখোমুখি হয়, তখন কেউ এ ব্যাপারে রাজি হয় না এবং জনগণ ও জমিতে জঘন্য গণহত্যা সংঘটিত হয়। যখন একদল যুবক শত্রুর আক্রমণকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় এমনকি তাদের দেশের স্বাধীনতার স্বার্থে তাদের প্রাণ দিতে হয়। এরপরে তাদের বেশিরভাগ শত্রুর হাতে ধরা পড়ে। কেবল একজনকে বন্দী করা হয়নি এবং এখন তাঁর সহকর্মীদের উদ্ধার করা এবং তার দেশকে স্বাধীন করা তার কর্তব্য।







Labels:

অনলাইনে আয় করার সবচেয়ে জনপ্রিয় ৫টি ওয়েবসাইট(Top 5 Most Popular Websites to Make Money Online)

 




আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ !!!
আশা করি সবাই ভালো আছেন।
 অনলাইনে আয় করার উপায় নিয়ে এই লেখা। অনলাইনে  কিভাবে টাকা ইনকাম করা যায় এরকম প্রশ্ন আপনার মাথায় আসলে। এই লেখাটি আপনার জন্য প্রযোজ্য। আজকের এই লেখায় অনলাইনে  টাকা আয় করার বিশ্বস্ত কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হবে।
ভূমিকা বড় না করে, অনলাইনে আয় করার ৫টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করা যাক 


১. Picoworkers

ওয়েবসাইট- picoworkers.com

পেমেন্ট পদ্ধতি- PayPal, Litecoin, Skrill
সর্বনিম্ন পেমেন্ট- ৫ ডলার
যারা অনলাইনে  টাকা আয় করতে চান তাদের জন্য Picoworkers হলও সেরা সাইট। এটাতেও বেশ ছোট ছোট কাজ করে টাকা আয় করা যায়। যেমন –
  • ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট তৈরি।
  • জিমেইল অ্যাকাউন্ট তৈরি।
  • ইউটিউব অ্যাকাউন্ট তৈরি।
  • ইউটিউব ভিডিও দেখা, লাইক দেয়া, শেয়ার করা।
  • বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা।
  • সারর্ভে করা ।
  • সাইন আপ করা
ইত্যাদি আরও অনেক সহজ সহজ কাজ করে এখান থেকে টাকা আয় করা যায়। কাজ করার ৫ দিন  পর টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এই সাইটের কাজগুলো এতোই সহজ যে, মোবাইল দিয়ে মাসে ১০ হাজার টাকাও আয় করা সম্ভব।


২ Amazon Mechanical Turk 

ওয়েবসাইট- mturk.com

পেমেন্ট পদ্ধতি- Amazon gift card or Paypal
সর্বনিম্ন পেমেন্ট- No Limit
এটি আমাজন ওয়েব সার্ভিসের একটি ওয়েবসাইট এবং এটি ২০০৫ সাল থেকে প্রায় রয়েছে। এটি বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন ব্যবহারকারী (১৯০ টিরও বেশি দেশ) সহ একটি অনলাইন  জনাপ্রিয় মারর্কেপেল্স। এমটুর্কে 2 ধরণের লোক রয়েছে - Requester এবং Workers

কাজের ধরণ

  • কারও ঠিকানা খুঁজে পাওয়া
  • ছবি ট্যাগ করা 
  • প্রশ্নগুলির শ্রেণিবদ্ধকরণ
  • সারর্ভে করা ।
  • ইত্যাদি আরও অনেক কাজ রয়েছে এখানে ।

৩. Clickworker

ওয়েবসাইট- Clickworker.com 
পেমেন্ট পদ্ধতি- PayPal (payment are processed every week from Wednesdays-Fridays)
সর্বনিম্ন পেমেন্ট- 5$

ক্লিক ওয়ার্কার 2005 সাল থেকে প্রায় হয়েছে এবং 136 টি দেশের 700000 এরও বেশি সক্রিয় কর্মী তাদের সাথে কাজ করছেন। এই সাইটে ফ্রিতে যে কেউ যুক্ত হয়ে কাজ করতে পারে । এই সাইটে কাজ করতে তেমন কোন আনুষ্ঠানিক যোগ্যতার প্রয়োজন হয় না ।

কাজের ধরণ

  • সার্ভে
  • সার্চ
  • গেম খেলা
  • সাইন আপ করা

৪. Microworkers

ওয়েবসাইট- microworkers.com
পেমেন্ট পদ্ধতি- PayPal, Bank Transfer, skrill, DWolla
সর্বনিম্ন পেমেন্ট- ৯ ডলার
আমার আয়ের একটি বড় অংশ এটি থেকে আসে বলে Microworkers অবশ্যই আমার প্রিয় মাইক্রো জব প্ল্যাটফর্ম। Microworkers হ'ল ভিড় সোর্সিং ওয়েবসাইট যা ওয়েবলাবসেটার, ইনক। এর মালিকানাধীন এবং বিশ্বব্যাপী 700০০০০০ এরও বেশি শ্রমিক রয়েছে। নিয়োগকর্তারা মাইক্রোকার্কর টেম্পলেট ব্যবহার করে পেশাদার দেখানোর প্রচার তৈরি করতে পারেন। মাইক্রোকার্সের সম্পর্কে একমাত্র এবং সবচেয়ে খারাপ বিষয় হ'ল প্রথম প্রত্যাহারের জন্য তাদের ঠিকানা যাচাইকরণ পদ্ধতি।

     কাজের ধরণ
  • গুগল অ্যাকাউন্টে সাইন আপ করা।
  • প্লে-স্টোরে গিয়ে রেটিং দেয়া।
  • বিভিন্ন অ্যাপ ইন্সটল করা।
  • ইউটিউব অ্যাকাউন্ট খোলা ইত্যাদি আরও অনেক ধরণের কাজ।


৫. Rapidworkers

ওয়েবসাইট- Rapidworkers.com
পেমেন্ট পদ্ধতি- Paypal and Payza
সর্বনিম্ন পেমেন্ট- $8 + fees

Rapidworkers is a service of UnikScripts, Inc এর একটি পরিষেবা। তাদের ওয়েবসাইটটি মাইক্রোকার্সের মতো প্রায় একই রকম এবং প্রায় একই বৈশিষ্ট্য এবং ওয়ার্কিং ইন্টারফেস রয়েছে যদিও সাইটটি  পেশাদার নয় এবং কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য হ্রদ নয়। Rapidworkers দুই ধরণের লোক রয়েছে- নিয়োগকর্তা এবং শ্রমিক।

৬. Fiverr

অনলাইনে আয় করার সবচেয়ে জনপিয় ৫টি ওয়েবসাইট

ওয়েবসাইট- Fiverr.com

পেমেন্ট পদ্ধতি- Paypal and Payoneer
সর্বনিম্ন পেমেন্ট- ২০

ফাইভার এমন একটি জনপ্রিয় মার্কেটপ্লেস যা পরিষেবাগুলি অফার করে, $ 5 ব্যয়ে শুরু হয় (এখান থেকেই এর নামটি "পাঁচ-আরআর" থেকে এসেছে)। এটি বিভিন্ন ডিজিটাল পরিষেবা যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও সম্পাদনা, প্রোগ্রামিং, এসইও, সঙ্গীত রচনা ইত্যাদি ক্রয় ও বিক্রয় করার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে যা প্রতিটি পরিষেবাকে "GIG" বলা হয়। জুলাই, 2015 এ এর আলেক্সা র‌্যাঙ্কটি # 445 ছিল, এখন আপনি এর জনপ্রিয়তাটি কল্পনা করতে পারবেন না। এটি ২০১০ সালে চালু হয়েছিল এবং বর্তমানে কয়েক মিলিয়ন GIG হোস্ট করেছে।

যে কেউ ফাইভারে একটি প্রোফাইল তৈরি করতে এবং GIG হিসাবে পরিষেবাগুলি সরবরাহ  করতে পারেন। গিগ হিসাবে আপনার দক্ষতা 5 ডলারে বিক্রয় করার জন্য এটি দুর্দান্ত জায়গা। যখন কেউ আপনার GIG কিনে থাকে এবং আপনি GIG-এ লেখা সমস্ত কিছুই সম্পূর্ণ করেন, তখন আপনি পান ৪ ডলার আর ফাইভার কমিশন হিসাবে পায় ১ ডলার

Labels:

Friday, January 1, 2021

ফ্রিতে নিয়ে নিন $9.95 দামের My Mag Magazine Blogger Template

My Mag Magazine Blogger Template 

ফ্রিতে নিয়ে নিন $9.95 দামের My Mag Magazine Blogger Template













 Demo

Download link

আমি মনে করি My Mag Magazine Blogger Template  আপনার ম্যাগাজিন ব্লগের জন্য পছন্দ হবে। এটি একটি সুপার দ্রুত, ব্যবহারকারী-বান্ধব, এসইও বান্ধব এবং প্রতিক্রিয়াশীল ব্লগার টেম্পলেট।  আপনি খুব সহজেই পুরো টেমপ্লেটের রঙ পরিবর্তন করতে পারেন। My Mag Magazine Blogger Template এর জন্য পেশাদার 3 কলাম সংবাদপত্র / ম্যাগাজিন ব্লগার থিম। সহজ এবং পরিষ্কার নকশা ব্যবহার করা হয়েছে।

ফ্রিতে নিয়ে নিন $9.95 দামের My Mag Magazine Blogger Template


SEO অপ্টিমাইজড

My Mag Magazine Blogger Template  পুরোপুরি Search ইঞ্জিন অপ্টিমাইজড (এসইও) ব্লগার টেম্পলেট। এই টেমপ্লেটের SEO স্কোরটি 100%।

Mobile Friendly

My Mag Magazine Blogger Template  পুরোপুরি  একটি  Mobile Friendly টেম্পলেট। 

Responsive Design

My Mag Magazine Blogger Template সম্পূর্ণরূপে Responsive Design ম্যাগাজিন ব্লগার টেম্পলেট। এটি সমস্ত ধরণের স্মার্টফোন এবং যে কোনও ডেস্কটপের সাথে সামঞ্জস্যপূর্ণ। Responsive Design করা টেম্পলেট Search ইঞ্জিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  My mag সংবাদপত্রের ব্লগের জন্য একটি উচ্চ মানের ব্লগার টেম্পলেট।

Powerful Admin Panel
Powerful Admin Panel  আপনার ব্লগিংয়ের অভিজ্ঞতা আরও সহজ করে তোলে। এই  টেম্পলেটটি অপনি কোডিং জ্ঞান ছাড়াই কাস্টমাইজ করতে পারবেন।

Features of My Mag Magazine Blogger Template

  • Fully Responsive Design 
  • Search Engine Optimized 
  • Mobile Friendly 
  • Testing Tool Validator 
  • Featured Posts Slider
  • Recent Posts Widget
  • 3 Columns
  • Easy Admin Panel
  • Drop down menu
  • Social Icons
  • Unlimited Colors
  • Ads Ready
  • Breadcrumbs
  • Related Posts
  • Social Share Buttons
  • Subscribe  Button
  • Google Comment
  • Search Box
  • Custom 404 Error page
  • Much more

Translation results


Labels:

পড়া মনে রাখার ৫টি সহজ কেীশল

 আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। । আমি আপনাদের কাছে আজকে নতুন একটি Tips শেয়ার করবো। যাতে করে আপনার আপনাদের পড়া সহজে মনে রাখতে পারবেন।  কথা না বলে চলুন এবার শুরু করা যাক।







১. পড়ার জন্য সঠিক সময় ঠিক করা 

আমরা  অনেকেই মনে করি সারা দিনরাত লেখাপড়া করলেই পড়া বেশে মনে থাকে । কিন্ত এটা ঠিক নয় কারণ আমাদের ব্রেইন সব সময় কাজ করতে পাড়ে না । কিন্ত গবেষাণায় দেখা গেছে বিকালের পর আমাদের ব্রেইন বেশি কাজ করে তাই বিকালে বা রাতরে পড়া দিনে পড়ার থেকে বেশি কার্যকর । 

২. নিদিষ্ট পরিমাণে ঘুমানো

বেশ কিছু গবেষণায় দেখা গেছে আমাদের বেইন যে কোনো  ইনফরমেশন বা তথ্যকে মেমোরাইজ বা স্মৃতিতে সংরক্ষণ করে ঘুমানোর সময় । তাই পড়া মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি নিদিষ্ট পরিমাণ ঘুমানো উচিত । একজন  সুস্থ মানুষকে দিনে কমপক্ষে ৬-৮ ঘন্টা ঘুমানো উচিত  এর কম ঘুমালে পড়া মনে থাকবে না ।  

৩.পড়তে বসার পূর্বে  ১০ মিনিট হাটা

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাটলে বা হালকা ব্যায়ম করলে মস্তিকের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় । তাই পড়ার পূর্বে  একটু হাটা উচিত হাটলে মস্তিকের ধারণ ক্ষমতা ১০ ভাগ বেড়ে যায় । তাহলে একটু হাটার পড়ে শরু হোক পড়ালেখা । 

৪.পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ 

যে বিষয়টি পড়বে তার প্রতি মনোযোগি হওয়াটা অভীব জরুলী এতে পড়া সহজে মনে থাকবে । পড়ার সময় মোবাইল ফোনটা বন্ধ বা সাইলেন্ট করে রাখতে হবে তা না হলে পড়ার মনোযোগ নষ্ট হতে পারে । পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করলে পড়া সহজে মনে থাকবে ।

৫. বেশি বেশি করে পড়া ও অনুশীলন করা

আমাদের ব্রেইন ক্ষনস্থায়ী স্মতিগুলো মনে রাখতে পাড়ে তা বার বার করে পড়া হয় । বেশি বেশি করে পড়া ফলে  ব্রেইন  তা বেশি সময় ধরে মনে রাখতে পাড়ে । তাই  পড়া  মনে রাখতে হলে আমাদের বেশি বেশি পড়তে হবে ।

Labels:

মেয়েদের জীবন ভালোবাসা আর ত্যাগে পূর্ণ

 




ছবিটি দেখার পর আপনাদের মনে অনেক নেতিবাচক ধারণা আসতে পারে  এটায় স্বাভাবিক,  কিন্ত ছবিটির আসল সত্যতা জানার পর আপনাদের  চোখে জল ও আসতে আবার ।

ইউরোপের কোনো এক দেশে  এক বৃদ্ধলোককে অনাহারে মৃত্যদন্ড সাজা প্রদান করা হয় এবং তাকে একটি জেলখানায় বন্দি করে রাখা হয় । তার সাজাটি ছিল এমন যে সে যতখুন পর্যন্ত মারা না যায় তাকে কোনো কিছু খেতে দেওয়া হবে না । 

লোকটার মেয়ে তার বাবা না মারা যাওয়া পর্যন্ত রোজ তার বাবাকে জেলে দেখতে যাওয়ার জন্য আদালতে অনুমতি চাইল একং আদালত তাকে তার বাবাকে জেলে দেখতে যাওয়ার অনুমতি দিল। মেয়েটা জেলে ঢোকার সময় সিকিউরিটি গার্ড তাকে তল্লাশি করত আর তাই সে তার বাবার জন্য খাওয়ার মতো কিছুই  নিয়ে যেতে পারত না।

বাবার অনাহারে মরতে বসার দুর্দশা মেয়েটা দেখে সহ্য করতে পারছিল না। একজন স্নেহময়ী মায়ের নজরে সে তার বাবার দিকে তাকাত। আর তাই বাবাকে বাঁচিয়ে রাখার জন্য মেয়েটা রোজ তার বাবাকে বুকের দুধ খাওয়াত।

আর এভাবে অনেকদিন পার হয়ে গেলে কিন্ত লোকটা মারা গেল না। এ দেখে সিকিউরিটি গার্ডরা মেয়েটাকে সন্দেহ করলো এবং একদিন বাবাকে বুকের দুধ খাওয়ানোর সময় মেয়েটাকে ধরে ফেলল।

তার নামে আদালতে একটা মামলাও করা হল। কিন্তু মেয়েটার নিঃস্বার্থ কর্ম জেলারের মন জিতে নিল এবং সেই সাথে জেলার তার বাবাকে মুক্তি ও  দিল।

একটা মেয়ের  জীবন যে ভালোবাসা আর ত্যাগে পূর্ণ তা এ ছবিটি দেখলে বুঝা যায়, তা সে একজন মানুষের জীবনে যে ভূমিকাই পালন করুক না কেন, কখনো সে হতে পারে মা, কখনো বোন, স্ত্রী বা বান্ধবী।

উপরের চিত্রকর্মটি ইউরোপের সবথেকে দামী চিত্রকর্মগুলোর মধ্যে একটি। লোকটির নাম ছিল সাইমন আর মেয়ের নাম পেরো। পরে একে 'রোমান চ্যারিটি' নাম দেয়া হয়।


Labels: